ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা ভাইরাসের টিকা হিসাবে এবার খোলা বাজারের দাম ঘোষণা হলো কোভ্যাক্সিনের, যা কোভিশিল্ড-এর তুলনায় অনেকটাই বেশি। এক্ষেত্রেও কেন্দ্রকে ডোজ পিছু ১৫০ টাকায় দেওয়া হবে কোভ্যাকসিন। দাম নির্ধারিত হলো রাজ্য সরকারগুলির জন্য ৬০০ টাকা, বেসরকারি হাসপাতালের জন্য ১২০০ টাকা। তবে প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক জানিয়েছে কেন্দ্রকে ১৫০ টাকা হিসাবেই ৫০% কোভ্যাক্সিন দেবে তারা। একই সঙ্গে বিবৃতি দিয়ে ভারত বায়োটেক জানিয়েছে কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের ৭৮% কার্যকারিতার প্রমাণ পাওয়া গিয়েছে। গুরুতর অসুস্থদের ক্ষেত্রে ১০০% কার্যকর কোভ্যাক্সিন, এর ফলে কমেছে হাসপাতালে ভর্তির সংখ্যাও।তবে দামের ক্ষেত্রে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন দুটিই রাজ্য সরকারগুলিকে কিনতে হবে বেশি দামে এবং কেন্দ্র দুটি ভ্যাকসিনই কিনতে পারবে ১৫০ টাকা প্রতি ডোজ।
শনিবার কোভ্যাক্সিনের প্রস্তুতাকারী সংস্থা ভারত বায়োটেকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ডোজপ্রতি ১৫০ টাকায় কেন্দ্রীয় সরকারকে করোনা টিকা দেওয়া হচ্ছে। এবার কেন্দ্রকে ৫০ শতাংশের বেশি টিকা সরবরাহ করা হবে। বাকি টিকা রাজ্য সরকার, বেসরকারি হাসপাতালে বিক্রি করা হবে। রফতানি করা হবে বিদেশেও। রাজ্য সরকারকে ডোজপিছু ৬০০ টাকা কোভ্যাক্সিন বিক্রি করবে ভারত বায়োটেক। রাজ্য সরকারের দ্বিগুণ দামে বেসরকারি হাসপাতালগুলিকে কোভ্যাক্সিন কিনতে হবে। একইসঙ্গে বিবৃতিতে ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৭৮ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। আর গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ১০০ শতাংশ কার্যকারিতা প্রমাণ পাওয়া গিয়েছে। কমেছে হাসপাতালে ভরতির সম্ভাবনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584