নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি ভাষায় শিক্ষাদান শুরু না করলে আসন্ন বিধানসভা ভোট বয়কটের ডাক দিল ভারত জাকাত মাঝি পরগণা মহল, দক্ষিণ দিনাজপুর শাখা।মঙ্গলবার দুপুরে এই সংগঠনের সদস্যরা দাবি জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরে মিছিল করে এসে তাদের দাবি সনদ জমা দেয়।
যদিও জেলা পুলিশ এই সংগঠনের দ্বারা সংগঠিত পূর্বের বেশ কিছু ঘটনার বিষয়টি মাথায় রেখে আগাম সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই তাদের মিছিল কে সেফ সাইড রাস্তা দিয়ে ঘুরিয়ে এনে জেলা শাসকের দফতরের বেশ কিছুটা দূরত্বে আটকে দিতে সক্ষম হয়।
অপরদিকে জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তারজন্য ডিএসপি পদ মর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দিয়ে আগাম জেলা শাসকের দফতরের প্রবেশদ্বার গুলি মুড়ে, পুলিশি ঘেরাটোপে ভেতরে নিয়ে যাওয়া হয়।
ভারত জাকাত মাঝি পরগণা মহলের দক্ষিণ দিনাজপুর শাখার দাবি, অবিলম্বে আগামী শিক্ষাবর্ষ থেকে জেলার আদিবাসী অঞ্চল গুলিতে থাকা প্রাথমিক বিদ্যালয় গুলিতে সাঁওতালি ভাষায় শিক্ষা দান পর্ব শুরু করতে হবে।
আরও পড়ুনঃ বাঁকুড়া হেড পোস্ট অফিসে টিএমসিপির বিক্ষোভ
না হলে তাদের আদিবাসী সমাজ আসন্ন বিধানসভা ভোট বয়কট করতে বাধ্য হবে বলে জানিয়েছে জেলার সংগঠনের কর্মকর্তারা।অন্যদিকে এই হুঁশিয়ারির কথা জানাজানি হতেই সব রাজনৈতিক দলের কপালে চওড়া চিন্তার ভাঁজ পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584