নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে গত ২ রা সেপ্টেম্বর আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের ব্যানার ও পতাকা নিয়ে আদিবাসীদের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সমস্ত কার্যক্রম জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার উপস্থিতিতেই হয়েছে এমনটাই অভিযোগ ভারত জাকাত মাঝি পারগানা মহলের।
তারই বিরুদ্ধে বুধবার চন্দ্রকোনারোড এলাকায় মিছিল করে প্রতিবাদ করলো ভারত জাকাত মাঝি পারগানা মহল। এইদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে হুল জারি করার হুঁশিয়ারি দিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের অন্যতম নেতা মনোরঞ্জন মুরমু। তিনি বলেন, আমরা কোন রাজনৈতিক দলের নয়, এটা আমাদের আদিবাসীদের সামাজিক সংগঠন।
আরও পড়ুনঃ চোর সন্দেহে নাবালককে মার, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অবরোধ
তাই কোন রাজনৈতিক দল যদি আমাদের সংগঠনের পতাকা নিয়ে আমাদের বিভাজন করার চক্রান্ত করে তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবোনা। শুধু তাই নয় এই নিয়ে থানায় লিখিতভাবে জানানো হয়েছে। তিনি আরও বলেন, আদিবাসীদের ভোটব্যাঙ্ক পাওয়ার লক্ষ্যে এই রকম বিভাজন করছে তৃণমূল,তাই গত ২রা সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার নেতৃত্বে যে কাজ হয়েছে তা অতি নিন্দনীয় কাজ।
আমরা ওই ঘটনার তীব্র নিন্দা করছি।সেই সঙ্গে ওই ঘটনার জন্য যদি কোন সুরাহা না মেলে, তাহলে আমরা আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে হুল জারি করতে অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করতে পিছপা হব না বলে তিনি জানান। যার ফলে বুধবার চন্দ্রকোনা রোড এলাকায় মিছিল করে তারা প্রতিবাদ জানায় এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584