সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
ভারত সেবাশ্রম সংঘের পূর্ব বর্ধমানের ছোটোনীলপুর শাখার মাধ্যমে খাদ্যসামগ্রী সহ মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হল। জানা যায়, প্রায় ৫০০ জনকে খাবার দেওয়া হয়েছে। দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো তাঁদের কর্তব্য বলে মনে করছেন সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা।
অন্যদিকে পশ্চিম বর্ধমানের দূর্গাপুরে, পুরসভার ২ নম্বর বোরো চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমাপ্রসাদ হালদার এলাকার দুঃস্থ মানুষদের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেন।
আরও পড়ুনঃ সীমান্ত সিল হওয়ায় জেলায় কমেছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা
এলাকার সিপিএম কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। তৃণমূলের কাউন্সিলর হয়ে সিপিএম কর্মীদের কেন এই উদ্যোগে সামিল করলেন? এ প্রশ্ন করলে তিনি উত্তর দেন, ‘রাজনীতি পরে হবে। সংকটের সময়ে সবাই ভালো থাকুন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584