মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
একটা কঠিন অসুখে ভুগছে গোটা পৃথিবী। ভালো নেই একজনও। আতঙ্ক, ভয় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মানুষকে। করোনা নামক সেই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। কবে সারবে এ রোগ? কবে স্বাভাবিক হবে সবকিছু? তা জানা নেই কারোর। সামনেই যে বাঙালির রবি ঠাকুরের জন্মদিন।
হ্যাঁ, হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বৈশাখের ২৫ তারিখটা শুধুমাত্র ওঁনার জন্যই তো লাল হয়ে থাকে বাংলা ক্যালেন্ডারের প্রথম পাতায়। চারিদিকে হৈ হৈ রব ওঠে। এই বিশেষ দিনেই জুঁই ফুলের গন্ধে মম করে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। নাচে, গানে, আবৃত্তিতে প্রতিবছর পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। কিন্তু এ বছর কী হবে? বিশ্ব যে অসুস্থ। তাহলে কি বিশ্বকবির জন্মদিনও পয়লা বৈশাখের মতোই নির্জনতায় নিস্তব্ধতায় ঢাকা পড়ে যাবে? নাহ্।
আরও পড়ুনঃ লকডাউনে আড্ডা টাইমসের নতুন চমক ‘সিন’
এবার একটু অন্যরকমভাবে কবিগুরুর জন্মদিন পালন করার কথা ভেবেছেন শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জি। আমেরিকা, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের ৩৩ জন ছেলেমেয়ে মিলে শোনাবে রবীন্দ্রনাথের লেখা ‘ভারততীর্থ’।বর্তমানে করোনার সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দী হয়েছেন প্রায় প্রত্যেকটি মানুষ।
এহেন পরিস্থিতিতে, এবছর কবিগুরুর জন্মদিনে এস পি সি ক্রাফট এবং তাদের মূল কান্ডারি বাচিক শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জি-র এ এক অভিনব উদ্যোগ। যে যার ঘরে বসেই ভিডিওর শুট করেছেন। ভিনদেশীর কণ্ঠে কবির কথা ফুটে উঠবে ভিডিওটিতে। এস পি সি ক্রাফটের হয়ে এই ভিডিও টি করেছেন অর্ক গোস্বামী। এস পিসি ক্রাফটের অধিনায়ক সুজয় প্রসাদ চ্যাটার্জি জানান, “ভবিষ্যৎ অনিশ্চিত। এই অন্ধকার সময় দূর হোক। কবিতা হয়ে উঠুক প্রার্থনা। তাই এই বিশেষ উদ্যোগ।” আগামী , ২৫ শে বৈশাখ, কবি পক্ষে অর্থাৎ ৮মে শুক্রবার, মুক্তি পাবে ভিডিওটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584