শ্রম প্রতিমন্ত্রীর উপর বোমাবাজির ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুললেন ভারতী ঘোষ

0
154

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত বুধবার মুর্শিদাবাদ জেলার নিমতিতা স্টেশনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ট্রেন ধরতে যাচ্ছিলেন রাজ্যের শ্রমদফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

Bharati Ghosh | newsfront.co
ভারতী ঘোষ, বিজেপি নেত্রী। নিজস্ব চিত্র

পাশাপাশি এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। এবার সেই পরিপ্রেক্ষিতে বর্তমান প্রশাসনের উপর আঙ্গুল তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার এক জনসভায় যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

তিনি বলেন, নির্বাচন আসার আগে যেভাবে রাজ্যে বোমা তৈরীর আঁতুড়ঘর তৈরী হয়েছে সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে এবং অবিলম্বে এর সঙ্গে জড়িত দোষীদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুনঃ রিমোর্ট কন্ট্রোলে বিস্ফোরণ প্রাথমিক অনুমান, ঘটনার দায়িত্ব রেলের- দাবি মুখ্যমন্ত্রীর

পাশাপাশি যেসব জায়গায় বেআইনিভাবে বোমা তৈরি হচ্ছে সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে বলেও তিনি জানান। রাজ্যে যাতে কোনোভাবেই উত্তেজনা সৃষ্টি না হয় সেদিকেও প্রশাসনের নজরদারি দরকার বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here