মানস গড়ে তৃণমূলের ভাঙন ধরিয়ে শুভেন্দু – ভারতী করলেন একে অপরের সুনাম

0
117

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

bjp meeting | newsfront.co
যোগদান। নিজস্ব চিত্র

বুধবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাথানিতে অর্থাৎ এতদিন শাসক দল যেটিকে মানস ভুঁইয়ার গড় মনে করত সেই এলাকাতেই বিজেপির উদ্যোগে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে একটি জনসভার আয়োজন করা হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ।

bharati ghosh | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি ভারতী ঘোষ। নিজস্ব চিত্র

এদিনের এই সভাতে প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষের হাত থেকে পতাকা ধরে। এতদিন ধরে যেই শাসক দল সবং এলাকাকে মানস ভুঁইয়ার গড় বলে মনে করত এদিন সেই এলাকাতেই ভাঙন ধরল তৃণমূলের।

আরও পড়ুনঃ সাংবাদিককে চড় মারার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সদস্যদের

bharati ghosh | newsfront.co
বক্তব্য রাখছেন ভারতী ঘোষ। নিজস্ব চিত্র

এদিন ভারতী ঘোষ তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার গড় রাবণের গড় বলেও মন্তব্য করেন। এদিন দেখা যায় ২০১৭র সবং উপনির্বাচনে ভারতী ঘোষের বিরুদ্ধে অদূরদর্শিতার অভিযোগ তুলেছিলেন যিনি, সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম একসঙ্গে বিজেপির সমাবেশ ভারতী ঘোষের।পুরোনো কোন্দল ভুলে, করলেন একে অপরের সুনাম। সব মিলিয়ে সবংয়ের রাজনীতি এখন হাইভোল্টেজ রাজনীতিতে পরিণত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here