নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
রাজ্য সরকার ও তৃণমূলের কড়া সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা ভারতী ঘোষ। সোমবার তিনি অভিযোগ করেন, ‘জেলায় আদিবাসীদের হাতে জাতিগত শংসাপত্র নেই। তাই তাঁরা ‘জয় জোহার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। রাজ্য সরকার আদিবাসীদের জাতিগত শংসাপত্র দিচ্ছে না। অথচ লোক দেখানো প্রকল্পটা রেখে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, এবছরের গোড়ায় ‘জয় জোহার’ প্রকল্পটি চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপর রাজ্যজুড়ে প্রকল্পে আদিবাসী ও অনগ্রসর শ্রেণির বয়স্কদের অন্তর্ভুক্তির কাজ শুরু হয়। ওই প্রকল্পে উপভোক্তারা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এক হাজার টাকা পাবেন। কিন্তু ঝাড়গ্রাম জেলায় ওই প্রকল্পটি ঠাণ্ডা ঘরে রয়েছে বলে অভিযোগ করেন ভারতী।
আরও পড়ুনঃ এনআরএসের সিদ্ধান্তকেই মান্যতা স্বাস্থ্য দফতরেরও! মৃত্যুর পর আর নয় করোনা টেস্ট
এদিন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম ও জেলা বিজেপি-র সভাপতি সুখময় শতপথীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ওই প্রাক্তন আইপিএস। ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584