সিআইডি তদন্ত শেষ,আদালতের নির্দেশে বাড়ি ফ্ল্যাট ফেরত পেলেন ভারতী

0
142

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নিজস্ব চিত্র

২০১৮ সালের ১লা ফেব্রুয়ারি সিআইডি দাসপুর সোনা প্রতারণা মামলায় ভারতী ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে।টাকা,সোনা,বাড়ির দলিল সহ একাধিক নথি বাজেয়াপ্ত করে।কলকাতা ও মেদিনীপুরে চারটি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের।

দাসপুর সোনা প্রতারণা মামলায় বাজেয়াপ্ত না করলেও এর প্রত্যেকটিতেই এতদিন তালা ঝুলিয়ে দিয়েছিল সিআইডি।তারফলে এর কোনওটিতেই ঢুকতে পারতেন না ভারতী।

Bharati Ghosh | newsfront.co
ভারতী ঘোষ।নিজস্ব চিত্র

শনিবার বাজেয়াপ্ত না হওয়া এই বাড়ি ও ফ্ল্যাটের চাবি ভারতীকে হস্তান্তরের নির্দেশ দিল মেদিনীপুর আদালত।ভারতী ঘোষের আইনজীবী অপূর্ব চক্রবর্তী শনিবার এই খবর জানান।দেড়বছরের মাথায় এ দিন শেষ হয় ভারতী ঘোষের বিরুদ্ধে সোনা প্রতারণা মামলায় সিআইডির তদন্ত প্রক্রিয়া।

আরও পড়ুনঃ রাজনীতির বাজারে তৃণমূলের দোকান খোলা রাখাতেই ‘দিদিকে বলো’ কর্মসূচি, মত ভারতীর

সিআইডির তরফ থেকে শনিবার সাপ্লিমেন্টারি চার্জশিটের নথি জমা দিয়ে দেওয়া হল আদালতে।পাশাপাশি এই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ বলেও জানিয়ে দিয়েছে সিআইডি।

ভারতী ঘোষের আইনজীবী অপূর্ব চক্রবর্তী এ দিন জানান, কলকাতায় ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু এবং ছেলে এম ভেঙ্কটেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন ফ্রিজ করে রাখার পর আদালতের নির্দেশেও খোলা হয়নি।সেই কারণে ওই ব্যাঙ্কের ম্যানেজারকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here