গরু পাচারে বড় ভূমিকা রয়েছে পুলিশেরঃ ভারতী ঘোষ

0
61

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের সমর্থনে কৃষকদের সাথে বৈঠক করলেন বিজেপির রাজ্য সহসভানেত্রী ভারতী ঘোষ। এদিন তিনি প্রথমে লেউসিপাকুড়িতে নতুন কৃষি আইনের সমর্থনে কৃষকদের সঙ্গে দেখা করে বৈঠক করেন।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর টামবাড়ি ও পড়ে করনগছে বৈঠক করেন কৃষকদের সাথে। সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সহসভানেত্রী ভারতী ঘোষ বলেন যে, এদিন ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে দেখা করলাম এবং তাদের বোঝালাম নতুন কৃষি আইন সম্পর্কে। এর পাশাপাশি তিনি আরও জানান যে, “মানুষ চাইছেন পরিবর্তন। ২০১১ সালে পরিবর্তন বলে যারা এসেছিলেন।

bharati ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আধার কার্ড সেন্টারের নামে প্রতারণা, চন্দ্রকোণায় গ্রেফতার ৫

সেই পরিবর্তনের পরিবর্তন চাইছেন উত্তরবঙ্গের মানুষ। তার কারণ মানুষ এখন হাঁপিয়ে উঠেছেন। এবং এখানে দেখলাম কিছু কিছু থানার ইনচার্জ শাসক দলের হয়ে দালালি করছে। একটাও মিটিং করতে দিচ্ছে না পুলিশ। এমনকি চার পাঁচজন একসাথে বসে একটু কথা বলবে সেইটাও করতে দিচ্ছেন না। যেন উত্তরবঙ্গে এমারজেন্সি চলছে এবং সব জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এইটা হয় না, আমাদের গণতন্ত্রে বাকস্বাধীনতা থাকা উচিত।

আরও পড়ুনঃ এবছর পুজো করুন, উৎসব সামনের বছর করবেন

আমি এদিন এখানে এসে একটি স্কুলে বসে ছিলাম, কয়েকজন কার্যকর্তাকে নিয়ে। কিন্তু স্কুলের কোন মাথাব্যথা নেই তবে থানার ওসির মাথাব্যথা রয়েছে। তাই আমি একটা বার্তা দিতে চাই থানার ওসিকে, আইন মেনে কাজ করুন তা না হলে আমরা যখন ২০২১ সালে ক্ষমতায় আসব তখন আইন মেনেই আপনাদের নামে মামলা করব।

আর পুলিশ আগে ছিল দালাল এখন তৃণমূল কংগ্রেসের হয়ে যৌথসন্ত্রাস চালাচ্ছে। এবং গরু পাচারে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে। পুলিশ গরু পাচারের কাটমানি খাচ্ছেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here