শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে এসে মুখ্যমন্ত্রীকে ঠেস ভারতীর

0
64

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শহিদ জওয়ানদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে ঠেস বিজেপি নেত্রী ভারতী ঘোষের। রবিবার কটাক্ষের সুরেই ভারতী দেবী জানান, ‘যারা চুল্লু খেয়ে মারা যায়,তাদের জন্য দু লাখ টাকা আর যারা দেশের জন্য প্রাণ দেন তাদের জন্যও দু লাখ টাকা!’

bharati | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সিংপুর গ্রামের বীর সন্তান শহিদ শ্যামল দে’কে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

তিনি আরো বলেন, ‘আমি এখানে এসে এক অদ্ভুত জিনিস দেখলাম, যেখানে অ্যাঙ্কারিং করছে মানস ভুঁইয়া,আর ১০০ বার ধরে বলছে মুখ্যমন্ত্রীর নাম।

আমি বুঝতে পারলাম না এখানে পঞ্চায়েতের নাম, এসপির নাম, ডি আই জির নাম, আই জির নাম কেন বলা হচ্ছে? যেখানে বীর শহিদের মৃতদেহ মাটিতে পড়ে আছে তার সম্বন্ধে কেন বলা হচ্ছে না। তার জন্ম তারিখটাও তো বললেন না।’

আরও পড়ুনঃ বোমা তৈরির মশলা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১

এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, এই ঘটনার পর রাজ্য সরকার দু’লাখ টাকার ঘোষণা করল শুনলাম। যারা রাস্তায় হোঁচট খেয়ে মরে যায়, দুর্ঘটনায় মারা যায়, চুল্লু খেয়ে মারা যায়,তাদের জন্য দু লাখ টাকা,আর যারা দেশের জন্য প্রাণ দেয়,তাদের জন্যও দু লাখ টাকা! শ্যামল কুমার দে’র মত ছেলেকে আমরা স্যালুট জানাই। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যাতে এইরকম বীর সন্তান হোক।

কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মত যেন না হয়। কয়েকদিন আগে দিল্লির সরকার শহিদের জন্য এক কোটি টাকা ঘোষণা করেছিলেন। দেখে তো শিখুন।’ তিনি আরো বলেন, ‘সমস্ত পুলিশ, আর্মি, প্যারা মিলিটারি ডিউটি করতে করতে আহত হচ্ছেন,মারা যাচ্ছেন সেই সব সৈনিকদের জন্য কিছু তো করুন। শুধু কাঠমানি খেলে হবে। আর নিজেদের নেতাদের পকেটে ভড়ালেই হবে।’

আরও পড়ুনঃ যোগ্য জবাব দেওয়া হয়েছে, মন কি বাত-এ আশ্বস্ত করলেন মোদী

অন্যদিকে রাজ্যসভার সাংসদ ড: মানস ভুঁইয়াকেও কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন, ‘মানস ভুঁইয়া যে পুকুরে মাছ আছে সেই পুকুরে ঝাঁপ দেন। আগে যেই পুকুরে ছিলেন সেই পুকুরে কোন মাছ ছিল না। এখন এই পুকুরে মাছ আছে।

তাই আজকে উনি পঞ্চায়েতের নাম বলছেন, এস পির নাম বলছেন। কিন্তু যেই বীর সন্তানের দেহ মাটিতে পড়ে আছে। তার সম্বন্ধে একটাও কথা বললেন না। আমি এখানে হেঁটে আস্তে আস্তে ২৫ বার মুখ্যমন্ত্রীর নাম শুনলাম।কি অবস্থা দেশের। এখন যদি বীর শহিদ ছেলেটার সম্বন্ধে না বলেন, আর কবে বলবেন। আপনার লজ্জা হচ্ছে না মানস বাবু।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here