রাজ্যের সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি ভারতীর

0
90

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানার ১১ নম্বর অঞ্চল করণপল্লী এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার খিদিরপুর এলাকার বিজেপি কর্মী দীপক মন্ডলকে বোম মেরে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই গোটা ঘটনার কথা অস্বীকার করেছিল তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার খিদিরপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা।

bharati ghosh | newsfront.co
বিজেপি নেত্রী ভারতী ঘোষ। নিজস্ব চিত্র

তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। এবার এই ঘটনার নতুন মোড় সৃষ্টি করে ফেলল বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সোমবার সন্ধ্যে নাগাদ বিজেপি কর্মী দীপক মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক। এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের প্রতি একাধিক তোপ দাগেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পাশাপাশি প্রশাসনকেও কটাক্ষ করেন তিনি।

bharati | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মানতে গিয়ে ফলস বুকিংয়ে আর্থিক ক্ষতিতে মেট্রো, বাড়ানো হচ্ছে ই-পাসের সংখ্যা

তিনি হুঁশিয়ারি দেন তিন দিনের মধ্যে দীপক মন্ডলের খুনিদের গ্রেফতার না করলে বিজেপি নেতৃত্ব সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রতিবাদে সামিল হবে, পাশাপাশি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বিজেপি নেতৃত্ব। রাজ্যের সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দেন তিনি,তিনি বলেন ন্যাশনাল সংবাদমাধ্যমে সমস্ত তৃণমূলের কার্যকলাপ সহ পুলিশ প্রশাসনের কার্যকলাপ প্রকাশ করবে বিজেপি নেতৃত্ব, এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পাশাপাশি দুবরাজপুর ঘটনার প্রসঙ্গ তোলেন তিনি। কার্যত এক কথায় বলা যেতে পারে দীপক মন্ডলের খুনের ঘটনায় কার্যত উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here