বাংলাকে ভালোবাসতে পারার প্রশ্নে সংশয়ে ভারতী

0
72

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ এর দক্ষিণ মন্ডলে রাখি বন্ধনের সূচনা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটমানি নিয়ে কটাক্ষ করলেন বিজেপির নেত্রী ভারতী ঘোষ।

এদিন ভারতী ঘোষ বলেন, যারা রাজ‍্য চালাচ্ছে তারা এই দেশকে ঠেলতে ঠেলতে এমন একটি জায়গায় নিয়ে এসেছে যেখানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আর এখন বলতে পারি না। আমরা এখন বলবো আমার সারদা বাংলা , আমার নারদা বাংলা আমি কি তোমায় ভবিষ্যতে ভালোবাসাতে পারবো?

Bharati mocked CM over Katmani
নিজস্ব চিত্র

এখন রাজ‍্যে আলোচনা হচ্ছে ঘুষ কে কাকে দিচ্ছে। কাটমানি নিয়ে দিনের পর দিন এই রাজ‍্যে মারপিট দাঙ্গাহাঙ্গা চলতেই আছে। যেখানে সাধারণ মানুষের ভয়ে রাস্তায় বেরোতে পারছে না।

পশ্চিমবঙ্গের বাইরে গুজরাট, তামিলনাড়ু, কেরালা ও আমেরিকা, রাশিয়াতে জানতে চেয়েছে এই ‘কাটিমানি’ মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত যে কাটমানির সংসার তৈরি করে দিয়েছেন। সেই কাটমানির সংসার নিয়ে বোঝাতে বোঝাতে দিন শেষ হয়ে যাচ্ছে। কয়েক বছর ধরে আপনারা দেখুন এই পশ্চিমবঙ্গের সভায় এখন হাহাকারের জায়গা হয়ে দাঁড়িয়েছে।

Bharati mocked CM over Katmani
নিজস্ব চিত্র

যেখানে নারদা, সারদা , প্রাথমিক শিক্ষকের অনশন , মুড়ি শিল্প, চপ শিল্পের জন্য বিখ্যাত হয়ে গিয়েছে। যার জন্য পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনা, অন্যদিকে পুলিশ প্রশাসন কেউ কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

তিনি বলেন, পুলিশ যদি সংবিধান মেনে এগোতে থাকে তাহলে পুলিশকে নিরাপত্তা নিয়ে আমাদের বৈঠক করতে হবে না। পুলিশ যদি আইনিভাবে মাথা তুলে দাঁড়াতে পারে নিজের আইন অনুযায়ী কাজ করে তাহলে বর্তমান সরকারকে ভালো জবাব দিতে পারবে কিন্তু কিছু পুলিশ অফিসার আছে যারা নিজের প্রমোশনের জন্য এরকম পদক্ষেপ নিচ্ছে না।

আরও পড়ুনঃ বন্ধুর দল বদলের সঙ্গী দেবশ্রী

অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তিনি বলেন যখন পুলিশ আক্রান্ত হয়নি কখনও সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না এখনো নেই।

Bharati mocked CM over Katmani
নিজস্ব চিত্র

এই রাখি পূর্ণিমা সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা যুব মোর্চার সভাপতি অরুপ দাশ, জেলার সভা নেত্রী রুবি মান্না, বিজেপি নেতা স্বপন দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here