নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
‘দিদিকে বলো’ কর্মসূচিকে এক্সপ্যারি দ্রব্য বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চরকা এলাকায় বিজেপির উদ্যোগে চক্ষু পরীক্ষা কর্মসূচিতে এসে এমনই কটাক্ষ করেন।
তিনি আরও বলেন, তৃণমূলের দোকান বন্ধ হয়ে আসছে তাই বিজ্ঞাপন দিতে শুরু করেছে তৃণমূল কখনও সেই বিজ্ঞাপনের নাম দেবেন ‘ভাইপোকে বলো’, ‘পিসিকে বলো’, ‘দিদিকে বলো’, অনেকগুলি বিজ্ঞাপন শুরু হয়ে গেছে। এরপরেও কিছু বিজ্ঞাপন শুরু হবে এমনই কটাক্ষ করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
অন্যদিকে গতকাল পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিকে নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মেদিনীপুর শহরে,এরপর রাজ্য সরকারের তরফ থেকে ভারতী ঘোষের নামে কেস দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য সরকার যত কেস দেবে রাজনৈতিক ময়দানে এক ধাপ করে এগোতে থাকবে বিজেপি। এটা রাজনৈতিক দুর্বুদ্ধি তৃণমূল সরকারের।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের দেওয়া মেডেল পদক ফেরত দিয়ে প্রতিবাদ ভারতীর
রাজ্য সরকারের বিরুদ্ধে যেসব জনমুখী আন্দোলনগুলি রয়েছে সেগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা। এছাড়াও রাজনৈতিক বাজারে তৃণমূল নামক যে দ্রব্য রয়েছে সেটা অবলুপ্ত হয়ে চলেছে এবং তৃণমূল নামক দ্রব্য বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং বিরোধীদের মুখ বন্ধ করে দিয়ে একনায়কতন্ত্র চালু করার প্রচেষ্টা।
বাজারে বিরাট কম্পিটিশন চলে যখন কোনও দ্রব্য এক্সপায়ারি হয়ে যায় তখন দোকানদার সেই দোকানদার দোকান খোলা রাখার জন্য বিজ্ঞাপন শুরু করে,না হলে তো দোকান বন্ধ হয়ে যাবে এ রকম একই অবস্থা তৃণমূলের।
তাতেও যখন কাজ হচ্ছে না তখন বিরোধীদের জনমুখী আন্দোলন গুলোকে বন্ধ করে দেয় তাঁদের মারও কেস দাও কাটো ভারতবর্ষ হচ্ছে এক গণতন্ত্র দেশ যেখানে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তাদের কর্মসূচি বা তাদের আন্দোলন চালিয়ে যাবে তেমনটি আর ঘটছে না।
এমনই ভাবে কটাক্ষ করেন ভারতী ঘোষ। অন্য দিকে পুলিশ প্রশাসনকেও চোখ রাঙাতে পিছু পিছু হটেনি বিজেপি নেত্রী ভারতী ঘোষ তিনি বলেন, পুলিশ প্রশাসন যাতে নিজেদের ভাষা ঠিক রাখে,সে বিরোধী দলের নেতাই হোক বা নিচু তলার কর্মী সেই ভুলের মাসুল দিতে হবে শুধু মাশুল নয় কেস করতে পিছু হাঁটবেন না ভারতী ঘোষ,এছাড়াও ন্যাশনাল উইমেন রাইটস ও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটসের কাছে যাব। এছাড়াও আইনি পদক্ষেপ নেব ওই ভাষার উপর।
এদিন এই চক্ষু পরীক্ষা কর্মসূচিতে কেশপুরের প্রায় হাজার জন মানুষ চক্ষু পরীক্ষা করেন সেক্ষেত্রে ভারতী ঘোষ বলেন এর আগে এই রকম কোনও সরকার উদ্যোগ নেয়নি। আগামী দিনেও শারীরিক দিকটা লক্ষ্য করে আমরা এগিয়ে যাব।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ব্লক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584