নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

‘পুলিশ অভিযোগ না নিলে,উপযুক্ত পদক্ষেপ না গ্রহন করলে ভারতীয় জনতা পার্টির সুনামি আটকানো যাবেনা’-আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের চড়কায় গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন ভারতী ঘোষ।প্রসঙ্গতঃ সোমবার বিজেপির মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের হামলার অভিযোগ উঠে।


গুলি,বোমাবাজীও হয় বলে বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ। ঘটনায় আহত হয় ৪ বিজেপি কর্মী।ঘটনার খবর পেয়ে আজ বিকেলে কেশপুরের চড়কায় যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ।সেখানে তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার পর জানান, “গতকালের ঘটনার পর পুলিশ প্রশাসন কেস করবে না কেন ?পুলিশ কেস করুক এবং আইনগত ব্যবস্থা নিক।
আরও পড়ুনঃ আগে গ্রেফতার পরে টাকা ফেরত মত ভারতীর

যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির সুনামি আটকানো যাবেনা।” গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসুচি চলছে।তার মধ্যে এমন হুঁশিয়ারি কিসের সংকেত সেদিকে তাকিয়ে বিশেষজ্ঞ মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584