বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার বর্তমান, প্রাক্তন ব্লক সভাপতি

0
53

পিয়ালী দাস, বীরভূমঃ

জেলাজুড়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বীরভূম বিজেপির ২ ব্লক সভাপতির এলাকা দখলকে কেন্দ্র করে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব যার জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ অবশেষে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ইলামবাজার থানার পুলিশ গ্রেফতার করল বিজেপির বর্তমান বিকাশ ঘোষ এবং প্রাক্তন অভিজিৎ খাঁ দুই ব্লক সভাপতিকে। বুধবার তাদেরকে বোলপুর আদালতে তুললে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

bjp | newsfront.co
ছবিঃ প্রতীকী

ইলামবাজার থানার পুলিশ সূত্রে খবর ঘটনার সূত্রপাত চলতি মাসের ১০ তারিখে এলাকা কার দখলে থাকবে তা নিয়ে বিকাশ এবং অভিজিৎ এর মধ্যে বচসা শুরু হয় তারপর তা হাতাহাতিতে পরিণত হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সংঘর্ষে আহত হয় বিকাশ ঘোষ এবং অভিজিৎ খাঁ পরে তাদেরকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ইলামবাজার থানার পুলিশ।

আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধোরের অভিযোগে গ্রেফতার স্থানীয় বিজেপি নেতা

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাবার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে সংঘের নেতাদের দাবি বর্তমান বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল সম্প্রতি একটি ৫২ জনের কমিটির তালিকা প্রকাশ করেছেন বীরভূমের জন্য তাতে যারা স্থান পেয়েছে তারা কেউই জন্মলগ্ন থেকে বিজেপি দলের কর্মী নয় অধিকাংশই তৃণমূল থেকে বহিষ্কার করা অথবা পদের লোভের জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বীরভূমের বিভিন্ন ব্লকে একইভাবে বিজেপির অন্দরমহলে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হচ্ছে।

কর্মীদের মধ্যে লড়িয়ে দেওয়া হচ্ছে তাতে দলের ভাবমূর্তি জনসাধারণের কাছে খারাপ হচ্ছে একই অভিযোগ করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ রায় তিনি বলেন ইলামবাজারের ঘটনায় বিকাশ ঘোষ এবং অভিজিৎ খা এর মধ্যে সমস্ত কিছু মিটমাট হয়ে গিয়েছিল কিন্তু বোলপুরের বর্তমান কমিটির দুই সদস্য জেলার নেতা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বর্তমান জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে দিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করিয়েছে এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যদিও বিজেপির বর্তমান বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল কে দলের দুই নেতার গ্রেফতারী নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করলে তিনি ফোন ধরেননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here