নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বিজেপির জেলা যুব মোর্চা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুরণ সেনাপতিকে। সোমবার রাতে ঝাড়গ্রামে বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি চিঠি দিয়ে একথা জানিয়েছেন অনুরণ সেনাপতিকে। সুখময় শতপথি চিঠিতে উল্লেখ করেছেন, ‘বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই আপনার নির্বাচিত যুব মোর্চার পদাধিকারী বিভিন্ন দলবিরোধী কাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী লুকোচুরি বন্ধ করে মানুষকে করোনা পরিষেবা দিনঃ অধীর চৌধুরী
তাতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হওয়ার উপক্রম হয়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি কোনো ব্যবস্থা নেননি। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝাড়গ্রাম ভারতীয় জনতা পার্টির সমস্ত পদ থেকে আপনাকে দায়িত্ব মুক্ত করা হল। আগামী দিনে দলীয় অনুশাসন যারা মানবেন না, তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584