নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্যে আয়ুষমান প্রকল্পের মত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালুর দাবীতে এবার আন্দোলন শুরু করবে ভারতীয় মজদুর সংঘ। শুক্রবার আলিপুরদুয়ার জংশনে ভারতীয় মজদুর সংঘের অফিসে আলিপুরদুয়ার জেলা সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি, অসংগঠিত শ্রমিকদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন যোজনায় সুবিধা প্রদান সহ নানান বিষয় নিয়ে আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে।
এদিন জেলা সম্মেলনে ভারতীয় মজদুর সংঘের আলিপুরদুয়ার জেলা কমিটি গঠিত হয়েছে। ১৪ জনের নতুন কমিটির সভাপতি হয়েছেন দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত শ্যামল নাথ।
আরও পড়ুনঃ ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরে ডিএসও’র মিছিল-পথসভা
এদিন এই জেলা সম্মেলনে ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল মুখার্জী, সংগঠনের ইষ্টার্ন জোনের অর্গানাইজিং সেক্রেটারি গনেশ মিশ্র, অল ইন্ডিয়া প্ল্যান্টেশন মজদুর মহা সংঘের সর্বভারতীয় সভাপতি কুসুম লামা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584