ওসিকে হুমকি! আদালতে আত্মসমর্পণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির

0
82

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে ওসির করা মামলায় আজ আত্মসমর্পণ করলেন। এদিন হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে আত্মসমর্পণ করলেন।

Humayun Kabir
হুমায়ুন কবির। নিজস্ব চিত্র

গত ২৬ শে ডিসেম্বর ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেন। ভরতপুরের একটি কর্মীসভায় ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে এই মামলা দায়ের হয়। আর সেই স্বতঃপ্রণোদিত মামলা রুজুর পর সোমবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন এবং ১০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন নিলেন। কান্দি মহকুমা আদালত সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ, ২০২২ পরবর্তী শুনানি রয়েছে হুমায়ুন কবিরের এই মামলার পরিপ্রেক্ষিতে।

আরও পড়ুনঃ সিনেমার কায়দায় আসামি পালালো পুলিশের কাছ থেকে

উল্লেখ্য, তিনি ভরতপুর থানার ওসি রাজু মুখার্জির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বলেন, “টারজানকে ওসি ফোন করেছিল আমি টারজানকে পরিষ্কার বলে দিয়েছি তুমি ওসিকে বলো যে তোমাকে দালালি বন্ধ করতে বলছি। যদি ওসি থাকার ইচ্ছে থাকে ভরতপুরে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে বাধ্য করবো তাবরি গোটাতে, থানার সামনে গিয়ে বসবো পায়ে টেবিলের উপর পা দিয়ে তখন ঠিক বুঝতে পারবে হুমায়ুন কবির কি জিনিস। অটোমেটিক তুমি এখান থেকে ছেড়ে চলে যাবে।” আর এই মন্তব্যের জেরে জেলার রাজনীতিতে ক্রমশ জলঘোলা হচ্ছিল। আর তারপর গতকাল সোমবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি। সেই মামলায় আজ আত্মসমর্পণ করলেন হুমায়ুন কবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here