নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এনআরসি নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী ও প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ।
বৃহস্পতিবার বিকেলে কেশপুরে এক সভা থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত হুঁশিয়ারি ছুঁড়ে দিয়ে জানান, সংবিধান রক্ষার শপথ গ্রহণ করে কিভাবে জনগণের ভোটে জয়ী হওয়ার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে মিথ্যে কথা বলতে পারেন। যে বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন সেই বিল কিভাবে সারাদেশে লাগু করা হবে তা বিলক্ষণ জানে যারা দেশ চালাচ্ছেন।
এরজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুমতি লাগবে না। উনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাচ্ছেন। এখন মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের ভুল বুঝতে পারছেন।
কেশপুরে বিজেপি নেতা কর্মীদের পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে, তাদের তৃণমূলের দলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। এত সব করেও শেষ রক্ষে হবে না। এদিনের সভায় ভালো সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584