ভাষার জন্য
ও বুকে আগুন জ্বলে জলুক
ও বুকে অশ্রু ঝরে ঝরুক
ও বুকে আকাশ রাখা
ভাষার জন্য
ডুকরে কেঁদে ওঠে মন
দৃঢ় কন্ঠে গাই গান
ভাষার জন্য
নতুন প্রাণ নতুন আশা
প্রাণের বাংলা ভাষা
ভালবাসি তোমায়।
ভাষার জন্য
ও বুকে আগুন জ্বলে জলুক
ও বুকে অশ্রু ঝরে ঝরুক
ও বুকে আকাশ রাখা
ভাষার জন্য
ডুকরে কেঁদে ওঠে মন
দৃঢ় কন্ঠে গাই গান
ভাষার জন্য
নতুন প্রাণ নতুন আশা
প্রাণের বাংলা ভাষা
ভালবাসি তোমায়।
সালাম বরকত রফিক আজাদ
আরও কত প্রাণ দিল বলিদান
তোমার জন্য।
একটা জাতি পেল বাঁচার দেশ
সে যে আমাদের স্বপ্নের দেশ
সকলের প্রিয় সোনার বাংলাদেশ।
একুশ ফেব্রুয়ারি উনিশ মে
মায়ের মুখের ভাষায় গেয়ে উঠি
প্রভাত ফেরির গান
মায়ের মুখের ভাষা
আমার প্রাণের ভাষা
এই ভাষার রাখবই মান
বাংলা ভাষা প্রাণের ভাষা
তোমায় বড় ভালবাসি।
কবির ভাষা আমার ভাষা তোমার ভাষা
মায়ের ভাষা বাঁচানোর শপথে
হই যেন লীন।
নতুন সকাল
পায়ে পা মিলিয়ে পথ হাঁটি
আকাশের দিকে তাকাই
সূর্য দেখা যায় না
চোখ ফেরাই মাটির দিকে
রক্তে লাল মায়ের বুক
গরুর জন্য আর রক্ত চাই না
ভালবাসা বাংলা ভাষায় গাই
সম্প্রীতির গান
আকাশের বুক চিরে নতুন সূর্য উঠুক
রক্তের দাগ মুছে যাক
ভালবাসার জয়
নতুন ভোর
মিঠে বাতাস হিমেল পরোশ
চোখ ফেরাই মাটির দিকে
মায়ের আদর মাখা বুকে
রক্তের দাগ মুছে গেছে।
গেয়ে যাই ভাষার জয়ো গান
সকলের সেরা দোয়েল পাখির দেশ
সে যে আমাদের সোনার বাংলা
জাতীয় কবির মর্যাদা পেল
বিদ্রোহী কবি।
আর চাই না কাঁটা তারের বেড়া
গোটা পৃথিবীটাই হোক একটাই দেশ
সে সবার সাম্যবাদী দেশ।