নেগেটিভ চরিত্রে মজা আছেঃ ভাস্বর চট্টোপাধ্যায়

0
262

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পারিবারিক গল্প হোক বা পৌরাণিক কাহিনি কিংবা সাহিত্যধর্মী গল্প এমনকী থ্রিলার- সবেতেই তিনি দারুণ মানানসই। কখনও ক্ষুদীরাম চট্টোপাধ্যায় আবার কখনও সাঁইবাবা, কখনও বা লোকনাথের চরিত্রে জয় করেছেন দর্শকমন। একইভাবে পজিটিভ এবং নেগেটিভ দুই চরিত্রেই তিনি সমান সাবলীল। ‘জয় কালী কলকাত্তেওয়ালি’, ‘বাজলো তোমার আলোর বেণু’র পর এবার তিনি আরও একবার নেগেটিভ চরিত্রে।

Bhaswar Chattarjee | newsfront.co

‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে ডাঃ রাজেন্দ্র চন্দ্র চন্দ্র’র চরিত্রে ধরা দেবেন তিনি। এই মানুষটি কাদম্বিনীকে মাত্র ১ নম্বরের জন্য ডাক্তারি পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন ফেল করিয়েছিলেন তা জানা যাবে ধারাবাহিকটি দেখলে।

এমন এক চরিত্র কেন পছন্দ করলেন ভাস্বর? নিউজ ফ্রন্টকে তিনি জানান- “বাবা লোকনাথ শেষ হওয়ার পর আমার মনটা খারাপ হয়েছিল খুব৷ আর এই মন খারাপের মাঝেই ‘এস ভি এফ’ দিল এই সুখবরটা। ‘এস ভি এফ’ বরাবর আমাকে এমন চরিত্রই দেয় যে চরিত্র দর্শকের মনে দাগ কাটে। তাই এক কথাতেই রাজি হই।

Bhaswar Chatterjee | newsfront.co
ডাঃ রাজেন্দ্র চন্দ্র চন্দ্র’র চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়

ইতিহাস বলে- ডাঃ রাজেন্দ্র মাত্র ১ নম্বরের জন্য ফেল করিয়েছিলেন কাদম্বিনীকে। কাদম্বিনীবিরুদ্ধ ক্যারেক্টার এটা। সুতরাং কাদম্বিনী অনুরাগীরা দেখবেন চরিত্রটি। আর রাগবেন রাজেন্দ্র থুড়ি ভাস্বরের উপরে।

আরও পড়ুনঃ আজ থেকে ‘পাণ্ডব গোয়েন্দা’

সেখানেই আমার সাফল্য। আর নেগেটিভ চরিত্রে অনেককিছু করার থাকে। নিজেকে অন্যভাবে পাওয়ার অবকাশ থাকে। মজা লাগবে আমার ক্যারেক্টারটা প্লে করতে। প্রোমো শুট হয়েছে৷ দর্শক দেখে ফেলেছেন প্রোমো। শুটিং শুরু হবে তাড়াতাড়িই। সকলের শুভকামনা চাই।”

ডাক্তার রাজেন্দ্র চন্দ্র চন্দ্রকে দেখতে হলে চোখ রাখুন সোম থেকে রবি সন্ধে ৬ টায় স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here