বনধের প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরে

0
64

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কৃষি আইন বাতিল, বেকারদের কর্মসংস্থান সহ ৭ দফা দাবি নিয়ে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম সংগঠন গুলি। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় যথেষ্ট বনধের প্রভাব পড়েছে। সকাল থেকেই ময়দানে নেমে পড়েছে বাম নেতৃত্ব।

protest | newsfront.co
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী গাড়ি। নিজস্ব চিত্র

বাম সংগঠন গুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস নেতৃত্বও। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কে এআইইউটিইউসি -র পক্ষ থেকে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ বনধের সমর্থনে চন্দ্রকোনায় পণ্যবাহী গাড়ি আটকে বিক্ষোভ সিপিএমের

cpim protest | newsfront.co
ধর্মঘটের সর্মথনে মিছিল। নিজস্ব চিত্র

যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। এই ধর্মঘট কে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বদা সজাগ ছিল পুলিশ বাহিনী। পাশাপাশি ৪১ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ি তে সাধারণ ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম নেতৃত্ব।

আরও পড়ুনঃ ধর্মঘটের দিনেও চেনা চেহারায় দক্ষিণ দিনাজপুর

cpim member | newsfront.co
নিজস্ব চিত্র

যার ফলে সারিবদ্ধ ভাবে জাতীয় সড়ক ধরে দাঁড়িয়ে রইল কয়েকশো লরি,এক কথায় বলা যেতে পারে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেস যৌথভাবে রাজ্যে ময়দানে নেমে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here