পাশে আছে ভাস্বর

0
167

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই কঠিন সময়ে সকলের পাশে আছি আমরা সকলে। সাধারণের পাশে সাধারণ, সাধারণের পাশে অসাধারণরাও আজ আছেন সর্বদা ৷ নিজেদের সাধ্যমতো এগিয়ে এসেছে সেলেব মহল। প্রায় রোজই ধরা পড়ছে আর্তদের জন্য তাঁদের এগিয়ে আসার উদ্যোগ। তেমনি ধরা পড়েছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের কর্মকাণ্ডও।

bhaswar chatterjee | newsfront.co

menaka gandhi | newsfront.co

এলাকার মানুষদের খাদ্য সরবরাহের পাশাপাশি নিয়েছেন এক ভিন্নধর্মী উদ্যোগ ৷ এবার কাশ্মীরের ঘোড়া চালকদের পাশে দাঁড়ালেন অভিনেতা।পর্যটকহীন ভূস্বর্গ কাশ্মীরে অভাবে দিন কাটাচ্ছে ঘোড়া চালকেরা। যাঁরা জম্মুর কাটরা থেকে বৈষ্ণোদেবী অবধি হেঁটে উঠতে পারেননা তাঁদের ভরসা সেই সব ঘোড়া চালকেরাই।

letter | newsfront.co

ভাস্বর ঘোড়াচালকদের জন্য অর্থ সাহায্য পাঠিয়েই দায় সারেননি। তিনি মেনকা গান্ধীকেও ই-মেলে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। মেনকা গান্ধী তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ পাশে আছে ‘O2কু সবার’

ভাস্বর পিঠুদের (যারা পর্যটকদের ডুলিতে করে নিয়ে যান), পাশেও দাঁড়াতে চান। এক কাশ্মীরি মেয়ের বিয়ের দায়িত্বও নিয়েছেন তিনি ৷ আগামী শনিবার সেই মেয়ের বিয়ে। ভাস্বরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here