দেবশ্রী রায়কে ‘বাসি রসগোল্লা’ বলে সম্বোধন নেট নাগরিকের, প্রতিবাদে তোপ দাগলেন ভাস্বর

0
254

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে মানুষের বক্তব্য পেশের সুযোগটা বড় বেড়ে গেছে। ভাল কথা। কিন্তু সেই সুযোগের অপব্যবহারটা তো মেনে নেওয়া যায় না। আর নেটিজেন ঠিক সেটাই করছে। যখন যেমন খুশিভাবে সেলেবকূলকে সোজা কথায় ‘ঠুসছে’ তারা। যেন মশলা মুড়ি, চায়ের কাপ খাটে নিয়ে বসে পাশের বাড়ির নতুন বউয়ের খুত খুঁজে বের করা। ভাবছে না যার সম্বন্ধে কুমন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছুঁড়ছি তাঁর নখের যোগ্য হতে গেলে আরও দুবার কি তার বেশি বার জন্ম নিতে হবে।

Debasree Roy | newsfront.co
দেবশ্রী রায়

হয়ত জানেই না যাকে ‘বাসি রসগোল্লা’ বলে সম্বোধন করছে তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। ইন্ডাস্ট্রিকে নিজের সবটা উজাড় করে দিয়েছেন তিনি। বলতে দ্বিধা নেই, সবজান্তা টেলিদর্শক সোশ্যাল মিডিয়া আসার পর বারংবার শিল্পীকূলের দিকে আঘাত হানছে। ভাল মন্দের জ্ঞান হয় তারা খুইয়েছে নয়ত নেই।…

Bhaswar Chatterjee | newsfront.co
ভাস্বর চট্টোপাধ্যায়

জি বাংলায় স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরব আসছে ধারাবাহিক ‘সর্বজয়া’। সেখানে মুখ্য চরিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী রায়। প্রায় চার বছর পর অভিনয়ে ফিরছেন তিনি। তাঁর কামব্যাকে খুশি তাঁর ভক্তকূল। খুশি ইন্ডাস্ট্রি। তাঁকে সর্বজয়া চরিত্রের জন্য পেয়ে আপ্লুত প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। কিন্তু এক দল নেটিজেন সোশ্যালে ‘সবজান্তা’ গোছের মন্তব্য করে আলোচনার কেন্দ্রে আসতে চায়। ভাবে, আহা! খোদ দেবশ্রী রায়কে ঠুসলাম। এলেম আছে আমার।…

আরও পড়ুনঃ ফাদার্স ডে-তে এক মরমী পোস্টে ভাসলেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি

এমন কিছু নেটিজেনদের মন্তব্যে কদিন ধরেই উঠে আসছে সর্বজয়া কেন্দ্রিক নানা কটুক্তি। কেউ বলছে ‘দেবশ্রী বাসি রসগোল্লা’, কেউ তাকে বলছে ‘মাসি’। কেউবা এই ধারাবাহিককে ‘শ্রীময়ী’র নকল বলেও দাবি করছে। অনেকে আবার কুশল চক্রবর্তীর সঙ্গে দেবশ্রীর জুটি ঠিক হয়নি বলেও মন্তব্য করেছে। নেটাগরিক সরাসরি আক্রমণ করে সোশ্যালে এমন কথাও লিখেছে- “বৌমা-র বদলে দেবশ্রী রায়ের শাশুড়ির চরিত্রে অভিনয় করা উচিত।” এই মন্তব্যের ঘোর আপত্তি জানিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মঙ্গলবার তিনি লিখেছেন- “সলমন খান, শাহরুখ খান যখন তাঁদের হাঁটুর বয়সি অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেন, তখন সমস্যা নেই। যত সমস্যা নায়িকাদের নিয়ে!”

আরও পড়ুনঃ জতুগৃহ’তে মুখ বদল, অনামিকার বদলে থাকবেন পায়েল সরকার, হাজির নতুন পোস্টার

Bhaswar Facebook post | newsfront.co
ভাস্বর চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

ভাস্বরের বক্তব্য, বয়স্ক পুরুষকে মেনে নিতে পারলেও বয়স্ক।মহিলাকে মেনে নিতে কষ্ট নাগরিকের। একইসঙ্গে দেবশ্রীকে ছোঁড়া কুমন্তব্যের লিখিয়েদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি দেখে হতবাক অভিনেতা। একবিংশ শতকে দাঁড়িয়ে আধুনিকতার জয়গানে গলা চড়ালেও আজও মেয়েরাই মেয়েদের বড় শত্রু বলে মনে করেন তিনি।
ভাস্বর তাঁর সোশ্যালে লিখেছেন-
“To
the netizens
Do veteran actress Debasree Roy really deserve this behaviour?
Don’t we see a mid fifty Salman or Shahrukh or Aamir Khan romancing heroines half their age?
দাদু নাতিনী প্রেম করছে বলে কি আমরা সরব হই? নাকি আজে বাজে ভাষায় তাকে আক্রমণ করি।
দেবশ্রী রায় industry কে অনেক অনেক দিয়েছেন,national award এনে দিয়েছিলেন বাংলা তে when there was a dearth of good films.
এখন social media জলভাত তাই ইচ্ছে মত নোংরা ভাষায় attack করা সহজ।
দয়া করে আর কিছু লেখার আগে একবার ভেবে দেখবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here