রুদ্রনীলকে ভাল মানুষ হয়ে ওঠার আর্জি ভাস্বরের

0
191

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২০২১-এর বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ভিড় ছিল দেখার মতো। রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল দুই দলই ছিল তারকাখচিত। আবার দলবদলের কথাও না বলার উপায় নেই। অনেকেই দলবদলের সময় বলেছেন এরকম কথা- “মানুষের জন্য কাজ করতে চাই। তাই অন্য দলে যাচ্ছি।”

bhaswar chatterjee | newsfront.co

এটুকুই নয়, নিজেদের স্বাধীন মতামত, ইচ্ছে প্রকাশ করেছেন অনেকেই। তাতে আপত্তি নেই। কিন্তু যখন কোনও সহ অভিনেতা সম্বন্ধে কেউ সংবাদ মাধ্যমের কাছে কটাক্ষ করে বলেন ‘মিচকে শয়তান’ তখন সেই মানুষটি পাল্টা জবাব দেবেন না তা কি হয়? শুধু ছিল সময় আর সুযোগের অপেক্ষা। এল সুযোগ, উঠল পাল্টা ঝর। আর তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

rudranil | newsfront.co

‘মিচকে শয়তান’ শব্দদুটি ২০০৭ সালে এক সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা তথা ২০২১-এর পরাজিত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সম্বন্ধে। এমনটাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভাস্বর স্বয়ং। শুধু লেখনইনি। পালটা মোক্ষম জবাবও দিয়েছেন তিনি। মিচকে শয়তান’-এর পালটা জবাবে তিনি রুদ্রকে বললেন ‘ধান্দাবাজ’।

bhaswasr | newsfront.co

ভাস্বর লিখেছেন- “রুদ্রনীল তোর জন্য- ২০০৭-এ তুই মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলেছিলি আমি মিচকে শয়তান। হতে পারে তোর কাছে আমি তাই কিন্তু আমি এতদিনে একটা কথাও মিডিয়াতে বলিনি তোর বিরুদ্ধে। আজ বলি, আমি আর যাই হই তোর মতো ধান্দাবাজ নই। তুই তো বড় মাপের অভিনেতা কিন্তু জানিস তো অভিনেতা হোস বা নেতা, আগে ভাল মানুষ হতে হয়।

আরও পড়ুনঃ বর্ষীয়ান কর্মহীন অভিনেতার পাশে সব্যসাচী-ঐন্দ্রিলা

নাহলে লোকের মনোরঞ্জন বা মানূষের জন্য কাজ করবি কী করে? তুই হেরে গিয়ে তোর জন্য মঙ্গল হয়েছে ইন্ট্রোস্পেক্ট কর। ভাল মানুষ হয়ে ওঠ… দেখবি নিজেকেই নিজের ভাল লাগবে। গেট ওয়েল সুন ডিয়ার।”হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে- “মার কা বদলা মার”। একইভাবে কথার বদলে কথাও জরুরি।ছোবল না মারো, ফোঁস করতে বাধা কোথায়? আর ঠিক সেটাই করলেন ভাস্বর এবং সঠিক সময়ে। যখন হারের যন্ত্রণায় রুদ্রনীল কাতর তখনই দিলেন জোর কা ঝটকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here