মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
ইতিহাস গড়লেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল। টেবিল টেনিসে ভারতকে রুপো এনে দিলেন ভাবিনা। তাঁর হাত ধরেই চলতি প্যারালিম্পিক্সে প্রথম পদক এল ভারতে।
শনিবার চিনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে যান ভাবিনা। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)। টেবিল টেনিসের ক্লাস ৪ ইভেন্টের মহিলা সিঙ্গলসের চূড়ান্ত লড়াইয়ে চিনের ঝউ ইংয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গেই শুরুটা করেছিলেন ভারতীয় তারকা। কিন্তু প্রতিপক্ষের আক্রমণাত্মক ভঙ্গির সামনে দিশেহারা হয়ে যান ভাবিনা। একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি। দ্বিতীয় গেমেও শুরু থেকেই দাপট ছিল ঝৌ ইংয়ের। ৫-১১ ব্যবধানে সেই গেম হেরে যান ভাবিনা। ৩-০ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন ঝউ ইয়ং। ইংয়ের পক্ষে ম্যাচের ফল ১১-৭, ১১-৫, ১১-৬।
#Paralympics debut ✅#IND's first #ParaTableTennis medal ✅
Bhavina Patel's maiden appearance ends with a #Silver medal! #Tokyo2020pic.twitter.com/tINiLxkRL0
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 29, 2021
প্রি কোয়ার্টার ফিইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে তাবড় তাবড় চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ভাবিনা। কিন্তু সোনা জয়ের দৌড়ে জিততে পারলেন না এই ভারতীয় প্যাডলার। তবে চলতি গেমসে ভারতকে প্রথম রুপো এনে দিয়ে নজির গড়লেন তিনি।
PM Modi spoke to #BhavinaPatel and congratulated her on winning the Paralympics Silver medal.
PM lauded her efforts and told her that she has scripted history. He wished her the very best for her future endeavours.
(file photos) pic.twitter.com/pQOT88JUyc
— ANI (@ANI) August 29, 2021
পদক জয়ের পর ভাবিনা প্যাটেল-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী- প্রত্যেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584