মেসি-রোনাল্ডোর একসঙ্গে বার্সাতে খেলার সম্ভাবনা

0
40

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

এটাও কি সম্ভব !ফুটবল দেবতা কি সমর্থকদের এই স্বপ্নটাও সত্যি করবে! আর সম্মুখ সমরে প্রতিদ্বন্দ্বি নয় বরং এক দলে খেলছেন বিশ্ব ফুটবলের দুই হিরো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওলেন মেসি।

Messi and Ronaldo | newsfront.co
ফাইল চিত্র

এবার তেমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক গুইলেম বালাগের। ওই সাংবাদিক নিজের কলমে দাবি করেন সব ঠিক থাকলে আগামী মরসুমে বার্সেলোনার হয়ে খেলতে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

রোনাল্ডো আপাতত খেলছেন ইটালির ক্লাব জুভেন্তাসে। তবে পরপর দুটো চ্যাম্পিয়ন্স লীগে দলকে সফলতা দিতে না পারায় জুভে ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। বছর দুই আগে রিয়াল মাদ্রিদ থেকে মোটা অঙ্কের চুক্তিতে রোনাল্ডোকে সই করায় জুভে।

আরও পড়ুনঃ সিএসকে ক্যাম্পে নেই জাদেজা

যদি রোনাল্ডো ব্যক্তিগতভাবে ভাল পারফর্ম করছেন। করোনার জন্য বিশ্বজুড়েই মন্দার আবহাওয়া। যার প্রভাব পড়েছে ফুটবল বাজারেও, জুভেন্তাসও করোনার মারে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই তাঁরাও নাকি চাইছে দলের সবচেয়ে দামি তারকা সিআরসেভেনকে ছেড়ে দিতে।

আরও পড়ুনঃ শেষ মিনিটে বাজি মেরে চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে পিএসজি

রোনাল্ডোর এজেন্ট বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলছেন তার মধ্যে আছে নেইমারের পিএসজি ও মেসির বার্সা। আর সুয়ারেজ ও গিৰ্জ ম্যানরাও তেমন ফর্মে নেই তাই বার্সা চাইছে রোনাল্ডোকে নিতে। তবে রোনাল্ডো মেসির সঙ্গে খেলতে রাজি হবেন নাকি আর মেসি আর কাতালান ক্লাবে খেলবেন কি না সেটাই এখন প্রশ্ন !

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here