নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল রবিবার সাতসকালে প্রচারে বেরিয়ে হাজির হলেন ভিক্টোরিয়াতে। উদ্দেশ্য প্রাতর্ভ্রমণ এবং প্রচার একসাথে সেরে ফেলা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিপক্ষের মহিলা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়-কে যে ভাষায় কটাক্ষ করলেন তা এক কথায় ‘বডি শেমিং’ ছাড়া আর কিছুই নয়, এমনটাই বলছেন নারীবাদ সচেতন মানুষজন।
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন,“ ওঁর ওজন আছে তাই উনি হেভিওয়েট। তাই চিকিৎসকরা ওঁকে হাঁটার পরামর্শ দিচ্ছেন।“ এদিন প্রিয়াঙ্কা বলেন, “জয় নিয়ে আমি পুরোপুরি আশাবাদী কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা। এবারও যদি তাই করে তাহলে তো গণতন্ত্রের কোনও মানে হয় না। এই সরকার খুনীদের সাপোর্ট করেছে। এর প্রতিবাদে আওয়াজ তুলতে হবে।”তাঁর অভিযোগ, “কোভিড থাকা সত্বেও মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী থাকতে হবে তাই ভবানীপুরের এই নির্বাচন। ক্ষমতা ছাড়তে চাইছেন না তাই এই নির্বাচন।”
আরও পড়ুনঃ ‘উন্নয়ন’ চুরি যোগীর বিজ্ঞাপনে! দিনভর উত্তাল নেটপাড়া, দায় স্বীকার সংবাদমাধ্যমের
আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ২০১৪ সালে বিজেপি-তে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। তবে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে পরাস্ত হন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
আরও পড়ুনঃ নয়া মুখ্যমন্ত্রী ঘোষণা গুজরাটে, ‘পাতিদার’ নেতা ভুপেন্দ্রভাই প্যাটেলেই ভরসা দলের
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। হাইকোর্টও তাতে মান্যতা দেয়। প্রিয়াঙ্কার বক্তব্য তিনি শুধু একটি উপনির্বাচনে লড়াই করছেন না, তিনি লড়ছেন ন্যায়ের পক্ষে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584