ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
সরকারি চাকরিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয় বলে যে রায় শীর্ষ আদালত দিয়েছিল তার বিরুদ্ধে রবিবার দিল্লিতে ভীম সেনার নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল সম্পন্ন হয়।
March against atrocious court ruling has started from Mandi House. @BhimArmyChief #JaiBheem #CasteistJudiciary #Casteism pic.twitter.com/lJzzBRQzrw
— Harjit Singh Bhatti (@DrHarjitBhatti) February 16, 2020
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে ভিম আর্মি চিফ চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে এই মিছিল মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত যায়। তিনি এই রায়ের বিরুদ্ধে সরকারের অর্ডিন্যান্স আনার দাবিতে আগামী ২৩ শে ফেব্রুয়ারি ‘ভারত বন্ধ’এর ডাকও দিয়েছেন।
Large number of #BhimArmy members, led by its chief Chandra Shekhar Aazad, took out protest march in New Delhi against Supreme Court's ruling that state govt's are not bound to provide reservation in promotions in public services
— Press Trust of India (@PTI_News) February 16, 2020
ভীম আর্মির মুখপাত্র হারজিৎ সিং ভাট্টি বলেন ,”শীর্ষ আদালতের রায় ভারতের সংবিধানের সাম্যের অধিকারের প্রতিশ্রুতির পরিপন্থী”।
গত ৭ ই ফেব্রুয়ারী শীর্ষ আদালত জানায় যে রাজ্য কখনও জোর করে কোনও বিশেষ জাতি বা গোষ্ঠীর উপর সংরক্ষণের দায় চাপাতে পারে না। উত্তরাখণ্ড সরকারের পূর্ত দফতরে অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ারদের প্রোমোশনে তফসিলি জাতি-উপজাতিদের জন্য সংরক্ষণের দাবিতে মামলায় এই রায় দেয় শীর্ষ আদালত। সংরক্ষণ মৌলিক অধিকার নয়, বলে জানান জাস্টিস নাগেশ্বর রাও ও জাস্টিস হেমন্ত গুপ্তা।
জানা গেছে, ২০১২ সালের উত্তরাখণ্ড হাইকোর্টের রায়কে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সেই সময় কোর্টের আইনজীবীরা বলেছিলেন সংবিধানের ১৬(৪) ও (১৬-৪-এ) ধারা অনুযায়ী তফসিলি জাতি-উপজাতিকে সাহায্য করতে রাজ্যগুলি বাধ্য।
তখন শীর্ষ আদালত জানায়, যে যে রাজ্য মনে করবে যে কোনও বিশেষ জাতি-উপজাতির লোক সংখ্যায় যথেষ্ট নয়, তখনই শুধু সংরক্ষণের ব্যবস্থা করবে তারা। চাকরি বা প্রোমোশন কোনও ক্ষেত্রেই রাজ্যকে নির্দেশ দেওয়া যাবে না, বলে জানায় সুপ্রিম কোর্ট।
(ফিচার ছবি সৌজন্যে:PTI)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584