নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শেষপর্যন্ত হাথরাস কাণ্ডে মুখ খুলল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের হাথরাসের ওই নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই বলে জানাল পুলিশ।
বলা হয়েছে, ‘শরীরের একাধিক জায়গায় চোটের চিহ্ন থাকলেও ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। মৃত্যুর কারণ হিসাবে ঘাড়ে চোটের কারণ দেখানো হয়েছে। কিন্তু রিপোর্টে লেখা হয়েছে, পরোক্ষ আঘাত এবং তার পরিণতিতে নির্যাতিতার সার্ভিকাল স্পাইন-এ আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে’।
Hathras incident: Forensic report makes clear the woman was not raped, says ADG (Law and Order) Prashant Kumar
— Press Trust of India (@PTI_News) October 1, 2020
আরও পড়ুনঃ হাথরাসের পথে রাহুলকে গ্রেফতার ! লাঠি চার্জের অভিযোগ
অভিযুক্তরা বারবার শ্বাসরোধ করার চেষ্টা করেছিল আর তাই তরুণীর ঘাড় ভেঙে যায়, এই বিষয়টিও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। যার জেরে তাঁর গলায় কালশিটে দাগও দেখা গিয়েছে। যদিও এই কালশিটের দাগ এ ক্ষেত্রে মৃত্যুর কারণ নয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ পদত্যাগ করে যোগীকে রাম মন্দির নির্মাণ কাজে তদারকির পরামর্শ মায়াবতীর
পয়লা অক্টোবর, বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশের এডিজি ল অ্যান্ড অর্ডার প্রশান্ত কুমার একথা জানিয়ে বলেন, হাথরাসের নির্যাতিতাকে কে বা কারা নৃশংসভাবে খুন করেছে তার তদন্ত করা হচ্ছে। এমনকী এই ঘটনাকে ধর্ষণ দাবি করে যে বা যাঁরা পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584