নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
তিনদিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার খুলে গেল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভোজনারায়ন চা বাগান। খুশির হাওয়া শ্রমিক মহলে, এদিন সকাল থেকে বাগান খোলার পর সছন্দে ফিরল শ্রমিকেরা। প্রসঙ্গত চলতি সপ্তাহের সোমবার কোন নোটিশ না দিয়েই বন্ধ করে দিয়েছিল চা বাগান কর্তৃপক্ষ। এর ফলে কর্মহীন হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক।
যদিও শ্রমিকদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই টাকা নিয়ে টালবাহানা করছিল বাগান কর্তৃপক্ষ। এরপর রবিবার সেই দু’সপ্তাহের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল বাগান কর্তৃপক্ষের।
এরপর রবিবার শ্রমিকরা গিয়ে দেখেন যে বন্ধ রয়েছে বাগান। তবে শ্রমিকরা মনে করেছিল যে রবিবার থাকার কারনে বন্ধ আছে অফিস। এরপর সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন যে গেটে তালা ঝোলানো। এই দেখে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকেরা।
অপরদিকে বাগান কর্তৃপক্ষ জানিয়েছিলেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ডাকের মাধ্যমে পাঠিয়ে ছিলেন। এরপর তিনদিন বন্ধ ছিল চা বাগান। এরপর বুধবার দাগাপুরে যুগ্ম শ্রম কমিশনারের অফিসে বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয় এবং সেখানে শ্রমিকদের বকেয়া মিটিয়ে বাগান খোলার নির্দেশ দেওয়া হয়। এরপর এদিন খুলে যায় চা বাগান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584