নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্রভাই প্যাটেল। বিজয় রুপানির পরে গুজরাটের মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল। সেখানেই ‘পাতিদার’ সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্রভাই প্যাটেলের ওপরেই ভরসা রাখলো দল।
শনিবার হঠাৎ করেই পদত্যাগ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। স্পষ্ট কোন কারণ যদিও তিনি জানাননি তবে বলেন এখন থেকে দলের সাংগঠনিক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন তিনি। এরপরে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করতে রবিবার বসে বিজেপি বিধায়কদের পরিষদীয় দলের বৈঠক। সেখানেই ভূপেন্দ্রভাই প্যাটেল-এর নাম প্রস্তাব করেন বিজয় রুপানি। আর সেই প্রস্তাবে সম্মত হন সকলেই।
Gujarat: BJP MLA Bhupendra Patel elected as the new leader of BJP Legislative Party pic.twitter.com/nXeYqh7yvm
— ANI (@ANI) September 12, 2021
আরও পড়ুনঃ ‘উন্নয়ন’ চুরি যোগীর বিজ্ঞাপনে! দিনভর উত্তাল নেটপাড়া, দায় স্বীকার সংবাদমাধ্যমের
উল্লেখ্য, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে ঘাটলোডিয়া বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটে জয়লাভ করেন ভূপেন্দ্রভাই প্যাটেল, যা ওই নির্বাচনে সর্বোচ্চ মার্জিন। এদিকে আগামী বছরই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে বিজয় রূপানির জায়গায় এই পাতিদার নেতার উপরই ভরসা রাখল বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584