বিজেপি নেতাদের পরিবারে ভিন্নধর্মালম্বী বিবাহ ‘লাভ জিহাদ’-র আওতায় পড়বে কিনা প্রশ্ন ভূপেশ বাঘেলের

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পরিবারের সন্তানদের অন্য ধর্মে বিয়েও কি লাভ জিহাদ?- বিজেপি নেতৃত্বের কাছে প্রশ্ন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। বিজেপি শাসিত প্রায় সবকটি রাজ্যে লাভ জিহাদ আটকাতে কড়া আইন আনার প্রস্তুতি তুঙ্গে। ঠিক সেই সময়ই মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বাঘেলের প্রশ্ন, “বিজেপি নেতাদের পরিবারের কেউ অন্য ধর্মে বিয়ে করলেও কি সেটা লাভ জিহাদের আওতাধীন হবে?”

Bhupesh Baghel | newsfront.co
ভূপেশ বাঘেল

সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, “যদি কোনও বিজেপি নেতার ছেলে-মেয়ে অন্য ধর্মের মানুষের সঙ্গে বিয়ে করেন তা লাভ জিহাদ বলেই গণ্য হবে?” এমন ঘটনা যে বিজেপি নেতাদের ক্ষেত্রে নজিরবিহীন তেমনটাও নয়।

কংগ্রেস নেতা তথা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এদিন বলেন, সাম্প্রদায়িকতার বিষ সমাজে ছড়িয়ে দিতেই লাভ জিহাদের মত পদক্ষেপ করছে বিজেপি। বাংলার ভোটের দিকে তাকিয়েই ওদের এই প্রয়াস।

হিন্দু ভোট নিজেদের দিকে টানতে ধর্মের ভিত্তিতে বিজেপি ভোটারদের বিভক্ত করছে। প্রায় একই কথা বলেছেন বাংলার মন্ত্রী ব্রাত্য বসু-ও, তিনি বলেন লাভ আর জিহাদ দুটো বিপরীতধর্মী শব্দ কোনোভাবেই একইসঙ্গে অবস্থান করতে পারেনা।

আরও পড়ুনঃ করোনা হানা মুসৌরির আইএএস প্রশিক্ষণ কেন্দ্রে, আক্রান্ত ৫৭ শিক্ষানবিশ আধিকারিক

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক, আসাম সরকার লাভ জিহাদ ঠেকাতে কড়া আইন আনার প্রস্তাব দিয়েছে। যোগীর রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর সেই প্রস্তাব আইন দপ্তরে পৌঁছেও দিয়েছে ইতিমধ্যে। লাভ জিহাদের বিরুদ্ধে অতি সোচ্চার গেরুয়া বাহিনীর কাছে ঠিক এই সময় ভূপেশ বাঘেলের প্রশ্ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাঘেলের অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই লাভ জিহাদের নামে নতুন আইন আনার কথা বলা হচ্ছে। কতজন মানুষের বিয়ে কোথায়, কোন ধর্মের মানুষের সঙ্গে হচ্ছে তাতে নজরদারি চালাবে বিজেপি। নিজের দলের নেতাদের সন্তানদের দিকেই ওরা খেয়াল রাখতে পারবে তো? প্রশ্ন কংগ্রেস নেতার।

আরও পড়ুনঃ জাতীয় কংগ্রেসে নয়া তিন নীতি নির্ধারণ কমিটি, স্থান পেলেন বিদ্রোহী নেতারাও

এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি একটি পুরোনো মামলার রায়ে জানিয়েছে শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনও মতেই গ্রহণযোগ্য নয়। তারপর লাভ জিহাদের প্রসঙ্গে মুখর বিজেপি। তবে কেন্দ্রীয় শাসক দলের যুক্তি ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বহু কংগ্রেস নেতা।

বাঘেলের আগে রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অশোক গেহলট স্পষ্ট ভাষায় বলেছেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং দেশের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন আনতেই ‘লাভ জিহাদ’ শব্দের আমদানি করেছে বিজেপি। ভালোবাসায় জিহাদের কোনো স্থান নেই। বিবাহ ব্যক্তি স্বাধীনতার বিষয় এবং নাগরিকের সাংবিধানিক অধিকার। এই বিষয়ে আইন আনা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই আইন কোনও আদালতেই গ্রাহ্য হবার কথা নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্র সরকারের তরফেও জানানো হয়েছে, এমন আইনের কোনো প্রয়োজনীয়তা তাদের রাজ্যে নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here