নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষকদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল থেকে সরলেন শীর্ষ কৃষক নেতা, বাড়ল জট
চার সদস্যের কমিটির অন্যতম সদস্য বৃহস্পতিবার ১৮০ ডিগ্রি ঘুরে কৃষকদের পক্ষে থাকার বার্তা দিয়েছেন।

কেন্দ্রের নয়া তিন কৃষি আইন পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি কৃষি বিশেষজ্ঞ প্যানেল থেকে সরে গেলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (মান) সভাপতি ভূপিন্দর সিং মান। তিনি অবশ্য আগে কেন্দ্রের কৃষি আইনের পক্ষেই কথা বলেছিলেন। চার সদস্যের কমিটির অন্যতম সদস্য ভুপিন্দর সিং বৃহস্পতিবার ১৮০ ডিগ্রি ঘুরে কৃষকদের পক্ষে থাকার বার্তা দিলে জটিলতা আরও বাড়লো বলেই মনে করা হচ্ছে।
এদিন একটি প্রেস বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন যে, প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। একই সঙ্গে তাঁকে কমিটিতে রাখার জন্য ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু কৃষকদের প্রতি তাঁর আবেগ বিঘ্নিত হয় এমন কিছু তিনি করবেন না বলেই প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন ভুপিন্দর সিং। এদিন তিনি বলেছেন, “আমি নিজে একজন কৃষক। আমি সবসময় কৃষক এবং পাঞ্জাবের পাশে থাকবো।”
আরও পড়ুনঃ কেন্দ্রের হলফ নামায় কৃষক বিক্ষোভে খালিস্তানী জঙ্গি যোগের উল্লেখ
তবে ভারতীয় কিষাণ ইউনিয়নের সূত্রে খবর, প্রতিবাদী কৃষকরা কমিটির শুনানিতে অংশ নিতে রাজি না হওয়ায় এমনিতেই প্যানেলের গুরুত্ব কমে গিয়েছে। এক কৃষক নেতা এদিন বলেছেন, যখন প্যানেলকে কোন গুরুত্বই দিচ্ছেন না প্রতিবাদী কৃষকরা তাহলে কী রিপোর্ট তাঁরা সুপ্রিম কোর্টে জমা দেবেন! মানের এক ঘনিষ্ঠ কৃষক নেতা গুনি প্রকাশ জানান, তাঁরা ভূপিন্দরের সিদ্ধান্তের পাশে আছেন। তবে তাঁদের সংগঠন যে কেন্দ্রের কৃষি আইনের সমর্থনেই রয়েছে তাও জানান তিনি।
আরও পড়ুনঃ টিকার ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ ও ‘ব্যয়ভার’ নিয়ে মোদীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে মধ্যস্থতার জন্য কৃষি বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের করে দিয়েছে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। কমিটির সদস্য নির্বাচন করা হয়, কৃষি বিশেষজ্ঞ অশোক গুলাটি, প্রমোদ জোশী, অনিল ঘানওয়াত ও ভূপিন্দর সিং মান-কে। এই চারজনই যে কেন্দ্রের আস্থাভাজন তা আগেই জানিয়েছেন কৃষকরা, শুধু আস্থাভাজনই নয় এঁরা প্রত্যেকেই কৃষি আইনের সমর্থনে রয়েছেন বলেই জানিয়েছিলেন কৃষকেরা।
তবে কমিটির সদস্য পরিবর্তন করা হলেও যে তাঁরা কোনরকম মধ্যস্থতার রাস্তায় হাঁটবেন না তা সোচ্চারে জানিয়েছেন আন্দোলনকারী কৃষকেরা। তাঁরা কৃষি আইন প্রত্যাহার ছাড়া আর কোনরকম মধ্যপন্থায় যাবেন না, আন্দোলন চলবে এমনটাই সিদ্ধান্ত তাঁদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584