মনিরুল হক, কোচবিহারঃ
ট্রাকের ধাক্কায় ভুটভুটি উল্টে গিয়ে আহত হলেন কয়েজন।আজ তুফানগঞ্জের চিলাখানা ২ নং গ্রামপঞ্চায়েতের ঘোগারকুঠি পোস্ট অফিস এলাকার ঘটনাটি ঘটে।এই ঘটনায় ভুটভুটির চালক জয়নাল শেখ গুরুতর আহত হন।এছাড়া সেই ভুটভুটিতে থাকা তার মেয়ে জয়াকন বিবি ও দুই নাতি নাতনি আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ভুটভুটির চালক জয়নাল শেখ ও তার মেয়ে জয়াকন বিবি হাসপাতালেই চিকিৎসাধীন।
এলাকার বাসিন্দারা জানিয়েছে,এদিন আসাম থেকে তুফানগঞ্জের দিকে আসছিল ভুটভুটিটি। ঘোগারকুঠি এলাকায় একটি ১৮ চাকার ট্রাকের হঠাৎ টায়ার ব্লাস্ট হয়ে ভুটভুটি পেছনে ধাক্কা মারে বলে দাবি স্থানীয়দের। এর ফলে ভুটভুটিটি উল্টে গিয়ে চালক জয়নাল শেখ গুরুতর আহত হন।ভুটভুটিতে তার মেয়ে ও নাতি নাতনিরা ছিল।তারাও আহত হন।
এলাকাবাসী তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে।জয়নাল শেখ ও তার মেয়ে জয়াকন বিবি হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। ১৮ চাকার ট্রাকটিকে আটক করেছে তুফানগঞ্জ থানায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584