সবংয়ে দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল

0
89

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গত মার্চ মাস থেকে মহামারি ভাইরাসের কারণে কার্যত বন্ধ স্কুল ও কলেজ। কিন্তু তারই মাঝে স্কুলপড়ুয়াদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের উচিত পুর পল্লীপ্রাণ হাইস্কুলে দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল।

student | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত ব্লক অফিস থেকেই দেওয়া হত সরকারি প্রকল্পের সাইকেল। কিন্তু মহামারি ভাইরাসের কারণে প্রত্যেক স্কুলে সরকারি সহযোগিতায় সেই প্রকল্পের সাইকেল পাঠানো হচ্ছে, এমনটাই জানা গেছে ব্লক প্রশাসনের তরফ থেকে।

আরও পড়ুনঃ বালুরঘাটে চার ভুয়ো চাকরি আবেদনকারী আটক

এই সম্বন্ধে প্রধান শিক্ষক বলেন, “দীর্ঘ আট মাস পড়াশোনা থেকে বিমুখ রয়েছে এলাকার সমস্ত ছাত্র-ছাত্রী। পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে এবং পঠন পাঠন -এর উপর আরও ছাত্র-ছাত্রীর গুরুত্ব বাড়াতে এই উদ্যোগ।” অন্যদিকে নতুন সাইকেল হাতে পেয়ে খুশি স্কুল পড়ুয়ারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here