মেদিনীপুরে বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী জন্মদিবস উদযাপন

0
124

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিদ‍্যাসাগেরর দ্বিশতবার্ষিকী জন্মদিবস ৷ ভারতীয় নবজাগরণের অন‍্যতম পুরোধা ব্যক্তিত্ব, শিক্ষা ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষ্যে , বিদ‍্যাসাগরের জন্মদিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম দ্বি-শত বার্ষিকী উদযাপন কমিটি ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে মেদিনীপুর শহরের এল আই সি মোড়ে বিদ‍্যাসাগরের মূর্তিতে মাল‍্যদান করা হয়।

people | newsfront.co
পদযাত্রা ৷ নিজস্ব চিত্র
book distribute | newsfront.co
বর্ণপরিচয় পুস্তক প্রদান ৷ নিজস্ব চিত্র

সেখান থেকে বিদ‍্যাসাগরের বাণী সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড সহ একটি পদযাত্রার আয়োজন করা হয় ৷ তাছাড়াও বিদ্যাসাগর হলে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

childreen | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি বেশ কিছু পড়ুয়ার হাতে বর্ণপরিচয় ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অন‍্যদিকে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিলি করা হয়। পাশাপাশি সংগঠনের মেদিনীপুর সদর ব্লক কমিটির পক্ষ থেকে কেশবপুর মোড়ের বিদ‍্যাসাগরের মূর্তিতে মাল‍্যদান করা হয়।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের স্কলারশিপ প্রদান

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী তরুণ রায়,তাপস সিনহা, সন্তোষ রাণা,প্রভাত ভট্টাচার্য্য, নন্দদুলাল ভট্টাচার্য্য, সৌগত পন্ডা,বিপদতারণ ঘোষ,রুবী রায়, বাবুলাল শাসমল, তারাশঙ্কর বিশ্বাস প্রমুখ ব্যক্তি বর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here