বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই বিধান পরিষদ বিল পেশের সম্ভাবনা

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ছবি সংগৃহীত

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বসতে চলেছে আগামী ২জুলাই। বিধানসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই অধিবেশনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করতে চলেছেন বিধান পরিষদ বিল। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল তৃতীয়বার ক্ষমতায় ফিরলে গঠন করা হবে বিধান পরিষদ। সরকার গঠনের পর মন্ত্রী সভার প্রথম বৈঠকে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত পাশও হয়। তখনই আন্দাজ করা গিয়েছিল যে বিধানসভার প্রথম অধিবেশনেই হয়তো পেশ করা হবে বিধান পরিষদ বিল। বিধান সভা সূত্রেও এখন পর্যন্ত এমনটাই জানা গিয়েছে। ভারতের ৬টি রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় বিধান পরিষদের অস্তিত্ব রয়েছে। পশ্চিমবঙ্গেও বিধান পরিষদের অস্তিত্ব ছিল এক সময়। তবে, বাংলা কংগ্রেস এবং বামেদের যুক্তফ্রন্ট সরকারের আমলে তার অবলুপ্তি ঘটে। ১৯৬৯ সালের মার্চ মাসে সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্তি আইন পাস হয় এবং ঐ বছর ১ আগস্ট থেকে অবলুপ্ত হয় বিধান পরিষদ।

বিধান পরিষদ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু সাংবিধানিক নিয়ম রয়েছে, ভারতীয় সংবিধানের ১৭১ নম্বর ধারায় বলা হয়েছে যে বিধান পরিষদের সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না। একই সঙ্গে, বিধান পরিষদের সদস্য সংখ্যা ৪০-এর কমও হতে পারবে না।

বিধান পরিষদের বৈশিষ্ট্য হচ্ছে, রাজ্যসভার মতোই বিধান পরিষদেরও কার্যকাল ৬ বছর এবং প্রতি ২ বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্যকে অবসর গ্রহণ করতে হবে। সংসদের উচ্চকক্ষের মতোই অর্থ বিল ছাড়া যে কোনও বিল বিধান পরিষদে আনা যায়। বিধান পরিষদে নির্বাচিত হয়েও রাজ্য মন্ত্রিসভার সদস্য হওয়া যায়।

তবে শুধুমাতে রাজ্য সরকার বিধানসভায় বিল পাশ করলেই হবে না। বিল কার্যকর করতে লোকসভা ও রাজ্যসভার দুই কক্ষের অনুমোদনের পর লাগবে রাষ্ট্রপতি স্বাক্ষর। তবেই তা রাজ্যে কার্যকর হবে। অর্থাৎ গোটা প্রক্রিয়া যে সময় সাপেক্ষ তা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here