খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু মেদিনীপুরে

0
67

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা আবহের মাঝে মেদিনীপুর শহরের মেদিনীপুর সার্কিট হাউসের সামনে বিধাননগর পূর্ব সার্বজনীন দুর্গা পুজো কমিটির এবছরের পুজো দশম বর্ষে পড়ছে । খুঁটি পুজোর মধ্য দিয়ে মঙ্গলবার দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করল ওই পুজো কমিটি। মঙ্গলবার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যগণ।

puja preparation | newsfront.co
খুঁটি পুজো ৷ নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে সকলেই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। পুজো কমিটির কোষাধক্ষ্য অভিষেক মন্ডল বলেন, “গতবারের তুলনায় এবছরের দুর্গাপুজো সম্পূর্ণ আলাদা।

আরও পড়ুনঃ ডিএসও-র উদ্যোগে ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্মবলিদান দিবস পালন

করোনা পরিস্থিতির জন্য আমরা কারও কাছে গিয়ে চাঁদা চাইব না,কেবল মাত্র পাড়ার যারা বাসিন্দা তারাই শুধু চাঁদা দেবে।তবে জোর করে নয় , যে যা পারবে তাই দেবে ৷ গত বছরের তুলনায় এ বছর বাজেটও অনেক কম।” পুজো কমিটির অন্যতম সদস্য চম্পক দত্ত বলেন ,”প্রথম থেকেই বিধাননগর পূর্ব দুর্গা পুজো কমিটি থিমের পুজো করে এসেছে।

এ বছরেও থিমের পুজো হবে। তবে পরিস্থিতির উপর সম্পূর্ণ নির্ভর করে পুজোর আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর জন্য সমস্ত নিয়মকানুন মেনে আমরা পুজো করার জন্য প্রস্তুতি নিয়েছি।” মঙ্গলবার ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পুজো করা হয়েছে বলে তিনি জানান।পুজোর দিনগুলি ও প্রশাসনের নির্দেশ মেনে চলবেন বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here