মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পেট্রোল-ডিজেলের পর এবার দাম বাড়তে পারে সিগারেট-বিড়িরও। এমনই ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। তামাকজাত পণ্যের উপর কর চাপানোর নীতি ঠিক করতে বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে মোদি সরকার। মনে করা হচ্ছে, আগামী বাজেটেই ওই কমিটির সুপারিশে দাম বাড়ার বিষয়টি ঘোষিত হতে পারে।

সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত পণ্যে কোথায় কতখানি কর বসানো উচিত, সেই বিষয়ে সুপারিশ করবে ওই বিশেষজ্ঞ কমিটি। আগামী বছরের ফেব্রুয়ারির বাজেটেই বাড়তে পারে সিগারেট-বিড়ির দাম, এমনই ইঙ্গিত কেন্দ্রের।
কেন্দ্রের তামাকজাত পণ্যের উপর কর চাপানোর এই সিদ্ধান্ত সামনে আসতেই শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে আইটিসির মতো তামাক প্রস্তুতকারী সংস্থা। একধাক্কায় শেয়ারের দর কমে গেছে প্রায় ৫ শতাংশ।
আরও পড়ুনঃ ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় ডিজেল মিলবে ৯৮.০৩ টাকায়
বিশেষজ্ঞদের মতে, গত বছর লকডাউনের কারণে রাতারাতি বড় সমস্যায় পড়েন সিগারেট বিক্রেতারা। কিন্তু আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই ফের বাড়ছে সিগারেটের বিক্রি। সিগারেটের বিক্রি বেড়েছে ১০ থেকে ১২ শতাংশ। এমনটাই অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী বছরের ১ ফেব্রুয়ারি বাজেটে সিগারেটের উপরে বাড়তি কর বসতে পারে কেন্দ্র।
আরও পড়ুনঃ গাড়ির কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে অপহরণ! ধৃত যুবক
সিগারেটের পাশাপাশি কর বসতে চলেছে বিড়ির উপরও। তামাকজাত পণ্য হিসেবে সিগারেটের থেকেও বেশি ক্ষতিকর বিড়ি। কিন্তু তা সত্ত্বেও বিড়ির উপরে করের হার তুলনামূলক কম। নতুন গঠিত হওয়া বিশেষজ্ঞ কমিটি বিড়ির উপর সেই করের হার আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584