প্রকাশ্যে এল বিগ বসের প্রথম প্রোমো, শোনা গেল রেখার কণ্ঠ

0
91

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

গত ৮ অগাস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে ছোটপর্দার সবথেকে বিতর্কিত এবং অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এবার প্রকাশ্যে এল ‘বিগ বস’এর প্রথম প্রোমো। এই প্রোমোতে রয়েছে নতুন চমক। যা নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Big Boss promo
ছবি: ইনস্টাগ্রাম

প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে, নাহ্, দেখা যাচ্ছে না, প্রোমোর শুরুতেই শোনা যাচ্ছে এক সুরেলা কণ্ঠ। মন দিয়ে শুনলে বোঝা যাবে ‘উমরাও জান’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে ক্যায়া জগাহ হ্যায় দোঁস্তো’ গানটি শোনা যাচ্ছে সেই অজ্ঞাত পরিচয়ের মহিলার কণ্ঠে। তবে কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে, এই সুরেলা কণ্ঠ কিংবদন্তী বলিউড অভিনেত্রী রেখা ছাড়া আর কারোর হতে পারে না। হ্যাঁ, বিগ বসে রেখাকে দেখা যাবে না, শুধু শোনা যাবে।

প্রোমো ভিডিওটির প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে গভীর জঙ্গল। আর সেই জঙ্গলের ভিতর দিয়ে ভেসে আসছে একটি ভারি সুরেলা কণ্ঠ। আর সেই সুরেলা কণ্ঠে গান কোথা থেকে ভেসে আসছে, তা খুঁজে বেড়াচ্ছেন ফরেস্ট অফিসাররুপী সলমন খান। এরপর দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে আচমকাই একটি গাছের কাছে হাজির হলেন বিগ বসের সঞ্চালক। সেই গাছে সবুজ পাতার বদলে ডালপালা ভরে রয়েছে কমলা রঙের পাতায়। সেই গাছই সুরেলা কণ্ঠে গান ধরেছে।

আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ কণ্ঠে শোনা গেল ‘জন গণ মন’

এরপর আচমকা সেই গাছ সলমনকে জিজ্ঞেস করে ওঠে, ‘ভাইজান’ কি তাঁকে কি চিনতে পেরেছেন? এরপরই পা ছোঁয়ার ভঙ্গিমায় নিচে ঝুঁকে সলমন বুঝিয়ে দেন যে তিনি চিনতে পেরেছেন। এরপরই সলমনকে আশীর্বাদ জানিয়ে গাছ বলে ওঠে ‘বেঁচে থাকো’। সলমন গাছটির নাম দিয়েছেন, ‘বিশ্বসুনট্রি’। অর্থাৎ এমন একটি গাছ যা জ্ঞান, আশা ও বিশ্বাসে ভরা।

আরও পড়ুনঃ ছোটবেলার ছবি পোস্ট করে ভাইকে রাখিবন্ধনের শুভেচ্ছা শ্রেয়ার

সলমন ও সেই গাছের কথোপকথন দেখে বিস্মিত দর্শক। প্রোমোর ভিডিওতে যে গাছকে দেখানো হয়েছে সেই গাছেরই ভয়েস ওভার দিচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী রেখা। বিগ বসের মূল শোতেও যে ‘গাছ’-রুপী হাজির থাকবেন রেখা, তা আর বলার অপেক্ষা রাখে না। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রথম প্রোমো যে অনুরাগীদের উত্তেজনা আরও হাজারগুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here