৭৫তম স্বাধীনতা দিবসে ভারতের সবচেয়ে বড় জাতীয় পতাকা কোথায় উড়বে জানেন?

0
76

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আগামী ১৫ অগাস্ট তেরঙ্গা পতাকায় সেজে উঠবে গোটা ভারত। কোথাও আবির, কোথাও আলো তো কোথাও পতাকা। বিভিন্নভাবে এদিন তিনটি রঙকে একসঙ্গে দেখা যাবে সর্বত্র। কিন্তু এসব কি শুধু ভারতেই সীমাবদ্ধ থাকবে? নাহ্ একেবারেই এমনটা হবে না। ৭৫তম স্বাধীনতা দিবসে এবার ভারতের সবচেয়ে বড় জাতীয় পতাকা উড়বে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে। গোটা দিনজুড়ে বিলবোর্ডে ফুটে উঠবে ভারতীয় তেরঙ্গা।

Times Square
ছবি সৌজন্যেঃ এপি

এদিন গেরুয়া-সাদা-সবুজ রঙের আলোয় সেজে উঠবে এম্পায়ার স্টেট বিল্ডিংও। হাডসন নদীর উপর একটি গালা ক্রুজের মাধ্যমে শেষ হবে দিনটি। সেখানে শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। টাইমস স্কোয়ারের সবচেয়ে বড় জাম্বোট্রনে ২৪ ঘণ্টার জন্য স্বাধীনতা দিবসের বার্তা প্রদর্শিত হবে। সবমিলিয়ে এবার মার্কিন মুলুকে সাড়ম্বরে পালিত হবে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের এক সংগঠন জানিয়েছে, স্বাধীনতা দিবসে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়্যারে তাঁরা তেরঙ্গা উত্তোলন করবেন। ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের (এফআইএ) বক্তব্য অনুযায়ী, নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল ২৫ ফুট উঁচু পোলে ৬ ফুট বাই ১০ ফুটের জাতীয় পতাকা উত্তোলন করবেন।

আরও পড়ুনঃ অবসর নিলেন তথ্যপ্রযুক্তি আইনের ৬৬’এ ধারা বিলোপের কান্ডারী শীর্ষ আদালতের বিচারপতি আরএফ নরিম্যান

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার যেমন বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থান, তেমনই একইসঙ্গে এটি আমেরিকার একটি অভিজাত এলাকাও বটে। গত বছর প্রথমবার সেখানে ভারতীয় বংশোদ্ভূতরা জাতীয় পতাকা উত্তোলন করে ইতিহাস গড়েছিলেন। এ প্রসঙ্গে ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর অনিল বনসল বলেন, “রোড আইল্যান্ডেও আমরা তেরঙ্গা উত্তোলন করব। এফআইএ গত বছরও স্বাধীনতা দিবসে টাইমস স্কোয়ারে তেরঙা উত্তোলন করেছিল। গত বছরের মতো এ বছরও নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়্যারে জাতীয় পতাকা উত্তোলিত হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here