সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে জেলা স্তরের বিজ্ঞান কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো রবিবার।”সবার দেশ , আমার দেশ” এই মূল ভাবনার উপর আধারিত , মেদিনীপুর কলজে অনুষ্ঠিত এই শিবিরের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য নেতৃত্ব প্রদীপ মহাপাত্র। শিবির শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সহপতি অধ্যাপক মনোরঞ্জন মাইতি।
বিজ্ঞান আন্দোলন করতে গিয়ে নিহত ব্যক্তিদের স্মৃতিতে শহীদ বেদীতে মাল্যদান ও নীরবতা পালন হয়। স্বাগত ভাষণ দেন সংগঠনেরজেলা শাখার সম্পাদক দিলীপ চক্রবর্তী। “বিজ্ঞান শিক্ষা ও যুক্তির ভূমিকা “,”জাতীয়তাবোধের ধারণা”,”বিজ্ঞানের অভিমুখ ও তার চ্যালেঞ্জ”,”বিজ্ঞান ও প্রযুক্তির ঐতিহ্য” প্রভৃতি শীর্ষক বিষয় গুলিতে আলোচনা করেন যথাক্রমে ডঃ অরুণাভ মিশ্র, ডঃ প্রদীপ মহাপাত্র,পুলক পাত্র, নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ বিজ্ঞান আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ। এই শিবিরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের দূই শতাধিক বিজ্ঞান কর্মী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584