নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গত কয়েকদিনে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ ছিল নিম্নমুখী সূচকে। দৈনিক সংক্রমনের রেখা নেমেছে এক লক্ষের নীচে এবং মৃত্যুর পরিসংখ্যান নেমেছিল দু’হাজারে। তবে হঠাৎ করেই আজ মৃত্যুর সংখ্যা পেরোল ৬ হাজারের গণ্ডি। কিন্তু আচমকা এই বৃদ্ধির কারণ কি? তথ্য পর্যালোচনা করলে দেখা যায় বিহারে একদিনে মৃত্যুর সংখ্যা প্রায় ৪ হাজার।
বিহার সরকারের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। যার জেরেই বৃহস্পতিবার দেশের দৈনিক মৃত্যু দাঁড়িয়েছে ৬ হাজার ১৪৮। আর এই ৩ হাজার ৯৭১ মৃত্যু যোগ হওয়ায় ওই রাজ্যে মোট মৃত্যু দাঁড়াল ৯ হাজার ৪২৯। তাহলে কি আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছিল।
এই ঘটনায় নীতিশ কুমারের সমালোচনায় সরব রাজ্যের বিরোধীরা।
আরও পড়ুনঃ শিশুদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহারে না, গাইডলাইন জারি কেন্দ্রের
জানা গেছে, এই বিষয়ে অডিটের নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। অডিটে দেখা গিয়েছে, বিহারে মার্চ, ২০২০ থেকে মার্চ, ২০২১ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১,৬০০ জনের এবং এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭,৭৭৫ জন। এর আগে স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা সাড়ে ৫ হাজার। অডিটের পর সেই সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজারে।
আরও পড়ুনঃ বিহার থেকে তুলে নেওয়া হল লকডাউন, জারি থাকবে নাইট কার্ফু
উল্লেখ্য, বিহারে লকডাউন কার্যকরী হওয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে দাবি করেন বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আর তাই সেই রাজ্যে তুলে নেওয়া হয়েছে লকডাউন, তবে সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত জারি রয়েছে নাইট কারফিউ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584