বিজেপি চাপে গোবংশ বিকাশ সংস্থান-র অনুমোদন নীতীশের

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বুধবার বিহার মন্ত্রিসভায় অনুমোদন পেল গো-উন্নয়ন কেন্দ্র ‘গোবংশ বিকাশ সংস্থান’-র প্রস্তাব। নীতীশ কুমারের উপর প্রভাব বিস্তার শুরু করেছে জোট শরিক বিজেপি। এই ঘটনায় স্পষ্ট হল, “ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী নীতীশ একরকম বাধ্য হয়েই বিজেপির চাপে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

Cattle | newsfront.co
প্রতীকী চিত্র

দিনকয়েক আগেই নীতীশ কুমার তাঁর সংযুক্ত উন্নয়ন কর্মসূচি’ সাত নিশ্চয় ফেজ ২’ বিজেপির আত্মনির্ভর বিহারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন। এবার এই প্রকল্পের নাম ‘আত্মনির্ভর বিহারের সাত নিশ্চয়-২। এর মধ্যে যুক্ত আছে বিজেপির দুটি প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি, বিনামূল্যে কোভিড ভ্যাকসিন এবং ২০ লক্ষ কর্মসংস্থানের দাবিও।

আরও পড়ুনঃ কর্নাটক যেন ‘গো রক্ষা বিল’ কার্যকরী না করে, গোয়ার মুখ্যমন্ত্রীকে আর্জি মাংস বিক্রেতাদের

বিজেপির দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, গোবংশ বিকাশ সংস্থান মধ্যপ্রদেশ ও অন্য রাজ্যের ধাঁচে তৈরি হবে। গোসম্পদ বিষয়ক যেমন গোবর এবং গোমূত্র থেকে শুরু করে গরুর দুধ সবকিছুরই উন্নয়নে কাজ করবে এই সংস্থান। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভা গোমন্ত্রক গঠন করে রাস্তা দেখিয়েছে।

আরও পড়ুনঃ কেন্দ্রকে নয়া কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ সুপ্রিম কোর্টের

বিহারের এক শীর্ষ সরকারি আধিকারিক জানান, প্রথমে গৃহপালিত পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয় গঠন করা হবে এবং তার অধীনে থাকবে গোবংশ বিকাশ সংস্থান। এই মুহূর্তে তৈরি হয়েছে প্রকল্পের ব্লু-প্রিন্ট। রাজ্যে আগে থেকেই গো-শালা তৈরি করা হয়েছে গরুর সুরক্ষার কারণে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here