গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা কাঁথিতে

0
269

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে। মেয়েকে খুন করা হয়েছে এই অভিযোগে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের ওপর হামলা চালালো মেয়ের বাপের বাড়ির লোকজন। রীতিমতো বেধড়ক মারধর করা হয় গৃহবধূর স্বামী, শাশুড়ী ও দেওরকে।

Convict | newsfront.co
ধৃত অভিযুক্তরা। নিজস্ব চিত্র

জানা গেছে, মৃত্যু গৃহবধূর নাম রিনা জান(২৭)। স্বামী রাসরঞ্জন জানা। বাড়ি কাঁথি থানার পশ্চিম দারুয়া গ্রামে। বাপের বাড়ি এগরা থানার বড় নলগেড়িয়া গ্রামে। আরো জানা যায় আট বছর আগে বিয়ে হয় তাদের। হঠাৎ মঙ্গলবার সকালে বন্ধ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় স্ত্রীর মৃতদেহ দেখতে পান স্বামী। পরিকল্পনা করে খুন করা হয়েছে, অভিযোগ মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনের।

dead body | newsfront.co
মৃত গৃহবধূ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভেসে গিয়েছে বাঁশের সাঁকো, থার্মোকলের ভেলায় চলছে পারাপার

মৃত গৃহবধূর মা বিন্দু গিরির অভিযোগ আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করত ওর শ্বশুর বাড়ির লোকজন। আমরা ওর বাড়িতে এলে কোন দিন ওদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আমাদের। বিয়ের পর আট বছর কেটে গেলেও কোনদিন বাপের বাড়ি যেতে দেওয়া হয়নি মেয়েকে এমনটাই অভিযোগ বাপের বাড়ির লোকজনের।

আরও পড়ুনঃ কোচবিহারে পথ কুকুরকে খুনের ঘটনায় গ্রেফতার ১

যদিও গৃহবধূর বাপের বাড়ির তোলা অভিযোগ অস্বীকার করেছে মেয়ের স্বামী, শাশুড়ি ও দেওর। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার পুলিশ। পুলিশ মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। সাথে সাথে গৃহবধূর স্বামী শাশুড়ি ও দেওরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে এ ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here