কালী পুজোতেই বিজয়ার উৎসব

0
157

সুদীপ পাল,বর্ধমানঃ

মাত্র চারদিনের জন্য নয় দুর্গা বাপের বাড়ি আসেন এক মাসের জন্য।কালী পুজোর পর কালী ও দুর্গা প্রতিমা নিরঞ্জন হয় একসাথে। এমনটাই ঐতিহ্য রনডিহার চারশরিকের পুজোয়।যেখানে দুর্গোৎসব চলে দীপাবলি অব্দি।তিনশো বছরের পুরনো এই পুজোয় চার সদস্য হলেন মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় ও ভট্টাচার্য পরিবার।

একত্রে দুর্গা প্রতিমার সাথে কালী।নিজস্ব চিত্র

পরিবারের বর্তমান সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায়, প্রবীর মুখোপাধ্যায় ধর্মদাস বন্দ্যোপাধ্যায়রা বলেন, কথিত আছে রনডিহা নিকটবর্তী ভরতপুর গ্রামে দুর্গাপুজো উপলক্ষ্যে এই চার পরিবার নিমন্ত্রিত হন কিন্তু সেখানে দেবী পুজোর পর প্রসাদও পাননি এঁরা। ফলে মনোকষ্ট নিয়ে রওনা দেন রনডিহা কিন্তু পথের মধ্যে এক ছোট্ট মেয়ে তাঁদের সাথে যেতে চান পরিচয় দেন দুর্গা বলে।তারপর থেকে পুজো চলে আসছে।দুর্গা পুজো শুরু হল কিন্তু বিপত্তি দেখা গেল দশমীর বিসর্জনের দিন।বিসর্জন করার সময় গাড়ীতে তুলতে গিয়ে ভেঙে যায় দেবীর পা।তারপর চেষ্টা করেও আর তোলা যায়নি দেবীমূর্তি।কথিত আছে,ঐরাত্রেই পুরোহিত দেবীকে স্বপ্নাদেশ দেন যে কালীপূজো অব্দি রেখে দিতে হবে দেবী দুর্গাকে।পাশাপাশি পুজো হবে দেবীর দুই রূপের।সে ধারা আজও চলছে। বিসর্জনের দিন প্রথমে কালী পরে দুর্গা বিসর্জন হয়।প্রসঙ্গত উল্লেখ্য,রনডিহার এই চারটি পরিবার বিজয়া পালন করেন কালী পুজো বিসর্জনের পরেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here