শ্যামল রায়, কলকাতাঃ
কলকাতার শ্যামবাজারে ভূপেন বোস অ্যাভিনিউ-এ অনুষ্ঠিত হল স্বপ্নরাগ আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা সংখ্যার প্রকাশ ও বিজয়া সম্মিলনীর এক মনোগ্রাহী অনুষ্ঠান। এই দুই বাংলার সাহিত্য উৎসবের আয়োজক ছিল স্বপ্নরাগ সাহিত্য পরিবার। বহু বিশিষ্ট গুণীজন সমাবেশে অনুষ্ঠানটি আলাদা মাত্রায় উন্নীত হয়। সংগীত, কবিতাপাঠ ও বিশিষ্ট ব্যক্তিদের সাহিত্য আলোচনায় মুখরিত হয়ে ওঠে সাহিত্য অঙ্গন। ভারত ও বাংলাদেশের বহু সম্মাননীয় গুণীজনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বর্তমান কালের স্বনামধন্য কথাকবি শ্রী সদ্যজাত মহর্ষি মহাশয়। কবি কৃষ্ণা গুহ রায় মহাশয়ার সম্পাদনায় সাহিত্য সংখ্যার মোড়ক উন্মোচন হয় বহুবিশিষ্ট সুধীজনদের উপস্থিতিতে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলকাতা দূরদর্শনের কার্যক্রম প্রধান শ্রী অরুণাভ রায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী সনৎ কুমার নস্কর, বাংলাদেশের কবি ইউনুস মোল্লা, বিশিষ্ট কবি তাপস গুপ্ত, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট কবি মাননীয় মাহামুদাল হাসান, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, রাধা বিনোদিনী প্রমুখ। সকলের সমুজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। উপস্থিত অনেকেই কবিতা পাঠ করেন এবং আলোচনা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584