জঙ্গলমহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার গ্রামীণ পুজো সম্মান, বিজয়া সম্মিলনী

0
88

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আজ শহরের রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিবেশবান্ধব গ্রামীণ সেরা পূজা সম্মান -২০১৯ প্রদান ও বিজয়া সম্মিলনী। এটাই জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এই প্রথমবার শারদ সম্মান প্রদান করা হলো। এই প্রতিযোগিতায় কেবল মাত্র গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত পূজাগুলি মনোনয়ন দাখিল করতে পেরেছিল।

Bijaya sammilani at Jangalmahal | newsfront.co
নিজস্ব চিত্র

সোস্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে পূজার স্টিল ছবি, ভিডিও ও বিবরণ আসার পর জঙ্গল মহলের পক্ষ থেকে পূজা পরিক্রমা করা হয়। বুধবার তারই মধ্যে সেরা পাঁচটি পূজা কমিটি কে পুরস্কৃত করা হয়। সেরার সেরা হিসেবে পুরস্কৃত হয় কেশপুর ব্লকের ঝেঁতলা ঐক্য সম্মিলনীর পূজা। দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় যথাক্রমে গড়বেতার লাপুরিয়া ডাঙ্গা পাড়া পূজা কমিটি ও সবং ব্লকের পঞ্চগ্রাম বড়সাহাড়া দুর্গোৎসব কমিটি।

Bijaya sammilani at Jangalmahal | newsfront.co
নিজস্ব চিত্র

বিশেষ পুরস্কারে পুরস্কারে ভূষিত হয় চন্দ্রকোনা রোডের কোহিনুর সৃষ্টি সংসদ পরিচালিত আদি দুর্লভগঞ্জ সার্বজনীন পূজা কমিটি ও সদর ব্লকের কুইকোঠা সুকান্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন “বিশেষ সম্মাননা”প্রদান করা হয় ঝেঁতলা ঐক্য সম্মিলনী মূকবধির মৃৎশিল্পী যামুয়া গ্রামের বাসিন্দা নির্মল দেকে।

Bijaya sammilani at Jangalmahal | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি স্বাগত ভাষণে জঙ্গল মহল উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি লোকসংস্কৃতি গবেষণক ড.মধুপ দে। চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরীশ চন্দ্র বেরা, নবাগত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) চাপেশ্বর সর্দার, ডিসিসিআই এর সভাপতি আনন্দগোপাল মাইতি, ডিস্ট্রিক্ট চেম্বার অ্যান্ড কমার্স এর সম্পাদক চন্দন বসু, জঙ্গল মহল উদ্যোগের কেন্দ্রীয় কমিটির সদস্য মহুয়া পৈত, কৌশিক চৌধুরী, জঙ্গল মহলের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুব্রত মহাপাত্র, কার্য্যকরী সভাপতি বিপ্লব দে, সঙ্গীত শিল্পী মাতুয়ার মল্লিক, রাঙামাটি পূজা কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Bijaya sammilani at Jangalmahal | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কালনায় সরকারি প্রকল্প পরিদর্শন আধিকারিকদের

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জঙ্গল মহল উদ্যোগের সদস্য-সদস্যাবৃন্দ। উপস্থিত অতিথিরা জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার গ্রামীণ এই পূজা সম্মান কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃষ্টি মুখার্জি, সুদীপ কুমার খাঁড়া ও মণিকাঞ্চন রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here